Friday, January 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই কালচারাল ক্যাম্পেইনের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল এক...

খোয়াই কালচারাল ক্যাম্পেইনের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল এক সন্ধ্যায় চারটি অনু নাটক ও একটি শ্রুতি নাটক।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই জানুয়ারি……. আবার ও দর্শকদের মন জয় করেনিলেন কালচারাল ক্যাম্পেইনের কুশীলবরা রবিবার সন্ধ্যায়। রবিবার এক অন্য অনুভূতির সন্ধ্যা কাটল খোয়াই এর নাটক পাগল দর্শকদের।সত্যি অনেকদিন পর খোয়াই পুরাতন টাউন হলে যেন নাটকে জোয়ার আসলো । নাটক হল সমাজের দর্পণ। বর্তমান সময়ে সমাজে কি কি ঘটে চলেছে তারই প্রতিচ্ছবি ফুটে উঠলো খোয়াই কালচারাল ক্যাম্পেইন এর দ্বারা আয়োজিত এই অনু নাটক গুলির মধ্য দিয়ে। রবিবার সন্ধ্যায় খোয়াই পুরাতন টাউন হলে কালচারাল ক্যাম্পেইন এক সন্ধ্যায় চারটি অনু নাটক ও একটি শ্রুতি নাটক দর্শকদের কাছে উপস্থাপন করে। তবে কালচারাল ক্যাম্পেইন এই প্রথম অনুনাটক নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হয়। এই দিন সন্ধ্যায় প্রথম মঞ্চস্থত হয় “আনন্দ আশ্রম ” শ্রুতি নাটকটি মঞ্চে উপস্থাপন করেন অভিনেতা অরুণ পাল ও অভিনেত্রী সম্পা দাস । শ্রুতিনাট্য রূপ দেন উদয় শঙ্কর ভট্টাচার্য। আবহ প্রক্ষেপণে দেবব্রত পাল যোগ্য ভূমিকা পালন করেন । ” মা ” শব্দের মধ্যে মিশে আছে স্নেহ ,মায়া, মমতা, ভালোবাসা, দায়িত্ববোধ কর্তব্যবোধ ত্যাগ আরো অনেক কিছু।এর প্রতি সঠিক সন্মান জানানোর নাট্যরূপ হচ্ছে এই “আনন্দ আশ্রম “। এরপর প্রথমেই মঞ্চে আসে অনুনাটক ” হাসির কুটুম “। কুন্তল মুখোপাধ্যায় রচিত দেবাশীষ সরকার নির্দেশিত নাটকটির মূল ভাবনা হল সবাইকে ভালবাসলে তবেই মনের অন্ধকার দূর হয়। নির্দেশক বিষয়টিকে মঞ্চে বিশ্বাসযোগ্য করে তোলেন। ছোট্ট মেয়ে হাসি কে কেন্দ্র করে নাটক আবর্তিত হয়। পুস্পর ভূমিকায় চন্দনা গোপ ,মনির চরিত্রে রামপ্রসাদ দেবনাথ , ভুবন ও দীপুর ভূমিকায় অভিনয় করে দিব্যপ্রকাশ পাল ও দেবজ্যোতি সরকার ,হাসির ভূমিকায় অগ্নিমিত্রা রায়। দ্বিতীয় নাটক ” অদ্ভুত অসুখ “। রচনা প্রদীপ মৌলিক, নির্দেশনা বিশু শুক্ল দাস। নাট্যকার মোবাইল ফোনের ভয়ংকর নেশার দ্বারা পরিবারের সদস্যরা কিভাবে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং ক্রমশ অসামাজিক হয়ে পড়ছে তা তুলে ধরেন। সনাতন চরিত্রে সুমন দে সবার নজর কাড়েন ।সংবাদ পাঠিকা নন্দিতা বিশ্বাস স্বল্পপরিসরে নিজেকে সঠিকভাবে তুলে ধরেন। তৃতীয় নাটক দুলাল চক্রবর্তীর রচনায় ” দৌড় “। সুভাষ গোস্বামীর নির্দেশনায় সাম্প্রতিক ধন সর্বস্ব সমাজে মানুষের মূল্যায়ন হয় অর্থ আর সম্পদের নিরিখে মনুষ্যত্ব দিয়ে নয়, এর থেকে উত্তরণের আহ্বান রেখেছে দাদু যৌবনের অপ্রতিরোধ্য তেজ তার নাতনির কাছে। অনামিকা দত্ত , চন্দ্রানি বনিক ও সুভাষ গোস্বামীর অভিনয় প্রশংসনীয়।সন্ধ্যার শেষ নাটকটি নাট্যকার মৃণাল দের রচনায় ও অভিজিৎ রায়ের নির্দেশনা ” কুলগ্ন “। নীতিবোধ ও মতাদর্শ জলাঞ্জলি দিয়ে খ্যাতি ও অর্থের হাতছানিতে নিজের অসুস্থ পিতার ও আদর্শে বলিয়ান ভাইয়ের সম্পদ গ্রাস করার বড় ভাইয়ের অনৈতিক অবস্থানের বিপরীতে এখনো যে মানবতার জয়গানই শ্রেষ্ঠ তাই তুলে ধরা হয়েছে। নাটকটিতে দুই ভাইয়ের মানসিক সংঘাত অভিনেতা অভিজিৎ রায় ও বাস্তব দাস সঠিক ভাবে উপস্থাপন করেন।পিতার ভূমিকায় দেবাশীষ সরকার এককথায় অনবদ্য।চারটি অণু নাটকের আবহ করেছেন দেবব্রত পাল । ছিমছাম মঞ্চ সজ্জায় রূপক চন্দ ও শংকর নাথ শর্মা। রূপসজ্জায় কুন্তল নাথ শর্মা ও রাজীব আচার্য। আলোক প্রক্ষেপণে দুলাল দাস।অনু নাটক গুলোর মুখ্য উপদেষ্টা অরুণ পাল। কালচারাল ক্যাম্পেনের একঝাঁক নবীন এবং প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের সংবেদনশীল উপস্থাপনায় নাট্য ভাবনা গুলো দর্শক মনে গভীর ভাবে রেখাপাত করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য