Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার অন্তর্গত মৎস্য এ আর ডি ডি ও এস সি ওয়েলফেয়ার...

খোয়াই জেলার অন্তর্গত মৎস্য এ আর ডি ডি ও এস সি ওয়েলফেয়ার দফতরের আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন মন্ত্রী সুধাংশু দাস ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই ডিসেম্বর……. সোমবার খোয়াই জেলার তিনটি দপ্তর অর্থাৎ ফিশারি ডিপার্টমেন্ট এ আর ডি ডি এবং এস সি ওয়েলফার দপ্তর কে নিয়ে এক রিভিউ মিটিংয়ে বসলেন মন্ত্রী সুধাংশু দাস সোমবার সকাল ১১ টায় খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে । উক্ত রিভিউ মিটিংয়ে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে , খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ জেলার তিন দপ্তরের বিভিন্ন আধিকারিক গণ । কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়ে মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন খোয়াই জেলার অন্তর্গত মৎস্য দপ্তর এ আর ডি ডি এবং এস সি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকদের নিয়ে এক রিভিউ মিটিং এর আয়োজন করা হয় । এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৪ ও ২৫ অর্থবছরে উক্ত তিনটি দপ্তর যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছিল এবং বাজেটেও রেখেছিল তার কতটুক কাজ হয়েছে, পাশাপাশি গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কোন কোন জায়গাতে ঘাটতি রয়েছে এবং সফলতা এবং বিফলতা কতটুকু এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করা হবে ।এছাড়া মাছ চাষী বা প্রাণী পালক যারা তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বলবদ করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা কতটুকু কার্যকর হয়েছে এসব নিয়ে দিনভর আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস । এছাড়া এস সি ওয়েলফেয়ারের মাধ্যমে বিশেষ করে এস সি অংশের জনগণের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে সেগুলি কতটুকু জনগণের কাছে পৌঁছেছে পাশাপাশি ছাত্র ছাত্রীরা তাতে কতটুকু উপকৃত হয়েছে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি । মূলত মন্ত্রী শ্রী সুধাংশু দাস ২০২৪ এবং ২৫ অর্থবছরের সংশ্লিষ্ট তিনটি দপ্তরের নির্ধারিত প্রকল্পগুলির কাজকর্ম কতটুকু সাফল্যমন্ডিত হয়েছে তার একটি খৈতান তৈরি করার লক্ষ্যেই আজকের এই রিভিউ মিটিং। খোয়াই এর সাধারণ জনগণের প্রশ্ন ২০২৪ এর সেপ্টেম্বর মাসে সারা রাজ্য তথা খোয়াই জেলার অধিকাংশ নিম্ন অঞ্চল বন্যায় কবলিত হয়েছেন, এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক এবং মৎস্যজীবীরা। এই বিষয়ে আজকের রিভিউ মিটিংয়ে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন কিনা বা তাদের সম্বন্ধে কোন আলোচনা আজকের রিভিউ মিটিংয়ে হবে কিনা সেই বিষয়ে মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস কোন কিছু উল্লেখ করেননি সাংবাদিকদের মুখোমুখি হয়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য