Friday, January 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের উদ্যোগে খোয়াইতে বইমেলা করার আবেদন নিয়ে পুর...

খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের উদ্যোগে খোয়াইতে বইমেলা করার আবেদন নিয়ে পুর পিতার নিকট ডেপুটেশন প্রদান ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা ডিসেম্বর…..আগরতলাতে বইমেলা হবার আগে খোয়াইতে বইমেলা করার জন্য খোয়াই পুরপিতার নিকট গণস্বাক্ষর সম্মলিত আবেদন জানালো খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরাম। ৩রা ডিসেম্বর মঙ্গলবার বিকেলে খোয়াই পুর পরিষদের অফিস কক্ষে খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের এক প্রতিনিধি দল খোয়াই-এর পুরপিতা দেবাশীষ নাথশর্মার সাথে সাক্ষাৎ করে উনার হাতে গণস্বাক্ষর সম্মলিত আবেদন পত্রটি তুলে দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের সম্পাদক জহরলাল দাস, সহ-সম্পাদিকা সুমিতা রায়, কোষাধ্যক্ষ দীপেন নাথশর্মা, সদস্য সৌরপ্রতিম শর্মা, সদস্যা করুনা দেবনাথ, চন্দনা দে প্রমুখ। এখানে এই
প্রসঙ্গে বলা যায় ২০০২ সালে প্রথম বইমেলা শুরু হয়েছিল খোয়াইতে। ২০০২ সালে ১৭থেকে ১৯ মার্চ পর্যন্ত তৎকালীন খোয়াই নগর পঞ্চায়েত ও ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের যৌথ উদ্যোগে বইমেলাটি হয়েছিল। এরপর ২০০৭ সালের ১৬ থেকে ১৯শে এপ্রিল দ্বিতীয় বইমেলাটি সম্পন্ন হয়। তারপর তৃতীয় ও চতুর্থ বইমেলা হয় যথাক্রমে ২০১৫ সালের ১১ থকে ১৫ মার্চ, এবং ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ।
সর্বশেষ খোয়াই জেলাভিত্তিক বইমেলা হয়েছিল ২০২২ ইং তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এরপর আর কোন বইমেলা খোয়াই জেলা সদরে হয় নি ।তাই আগরতলাতে বইমেলা শুরুর আগে খোয়াইতে যেন প্রথম বই মেলাটি শুরু হয় সেই আবেদন নিয়েই খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মার সাথে দেখা করে গণ স্বাক্ষরিত একটি আবেদন তুলে দেন খোয়াই জেলা লিটিল ম্যাগাজিন ফোরামের উদ্যোগে। এখন দেখার বিষয় তাদের আবেদনে কতটুকু সাড়া দেন খোয়াই পুর পরিষদ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য