খোয়াই প্রতিনিধি ১৭ই অক্টোবর…..বৃহস্পতিবার সকালে খোয়াইতে ভারতের কমিউনিস্ট পার্টির ১০৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল সি পি আই এম এর উদ্যোগে পার্টির জেলা কার্য্যালয়ে। শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন সি পি আই এম এর খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা।পরে কার্ল মার্কস ও ভি আই লেনিনের প্রতিকৃতিতে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন করেন জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা , মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা , রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায়, সুখেন্দু বিকাশ দে ও পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপস্থিত সকলে।সবশেষে দিবসটির তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন রঞ্জিত দেববর্মা।কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসে ডেইলি দেশের কথার বিশেষ ক্রোড়পত্রের একশো কপি হকিং করে বিক্রি করা হয়।