Thursday, October 17, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদকেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যেবাসির জন্য কতটুকু বাস্তবায়িত হচ্ছে তারই খোঁজ নিতে খোয়াই জেলাশাসকের...

কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যেবাসির জন্য কতটুকু বাস্তবায়িত হচ্ছে তারই খোঁজ নিতে খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে রিভিউ মিটিং করলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৭ই অক্টোবর..,. কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে কতটুকু বাস্তবায়িত হচ্ছে এবং তাতে জনগণ কতটুকু উপকৃত হচ্ছে তারই খোঁজ নিতে বৃহস্পতিবার সকালে খোয়াই জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা ।পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি দেশের বিভিন্ন রাজ্যে লাগু রয়েছে তাতে সমস্ত রাজ্যগুলির সাথে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাখির চোখ হয়ে থাকা ত্রিপুরা রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বিশেষ নজর রয়েছে । এবং এই রাজ্যের জনগণ কেন্দ্রীয় প্রকল্প গুলির সুবিধা কতটুক পাচ্ছে এবং সেই প্রকল্পের মাধ্যমে তাদের কতটুক সুবিধা হচ্ছে সেই সেই সব সহ জেলার কৃষি বিভিন্ন চাষাবাদ শিক্ষা ,স্বাস্থ্যের বিষয় নিয়েও এই পর্যালোচনা বৈঠকে আলোচনা হয় বলে তিনি জানান। শেষে তুলাশিখর ব্লকে গিয়ে স সহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে এক আলোচনায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। এই দিন সহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। পরবর্তীতে তুলা শিখরে টি আর এল এম পরিচালিত মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন সামগ্রী দেখে মুগ্ধ হয়ে যান কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রীও সেখানেও উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা সহ বিএসসি চেয়ারম্যান সুদাম্বর দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন তিনি ঘুরে দেখেন বিভিন্ন মহিলাদের দ্বারা তৈরি করার সামগ্রী গুলি। এর মধ্যে রয়েছে পাছরা, রিসা থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী। এরপর তুলাশিখরে বিভিন্ন কর্মসূচি শেষ করে সেখানকার অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ডাবল ইঞ্জিনের সরকার হাতে হাত রেখে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজ করে চলেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদি জি এবং রাজ্যে মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা আরো অনেক দূরে এগিয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য