Sunday, March 16, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদলক্ষ্মী প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোর পাড়ার প্রতিমা শিল্পীরা

লক্ষ্মী প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোর পাড়ার প্রতিমা শিল্পীরা

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
রাত পোহালে ধন ও সমৃদ্ধির দেবী কোজাগরী লক্ষ্মী পূজো। আর তাতেই জমে উঠেছে মূর্তি পাড়ার ব্যাস্ততা। বাঙ্গালির প্রায় প্রতি ঘরে ঘরে লক্ষ্মী দেবী পূজার ধুম পড়বে রাত পৌহালেই। আর এতে করে এখন কার্যত নেওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে মূর্তি পাড়ায় চলছে চরম ব্যাস্ততা, প্রতিমার গায়ে চিন্ময়ী রূপ ফুটিয়ে তুলতে দিন রাত এক করে কাজে ব্যাস্ত কুমোর পাড়ার প্রতিমা শিল্পীরা। তেলিয়ামুড়া মৃৎশিল্পী তথা করইলং এলাকার বাসিন্দা নির্মল রুদ্রপালের বাড়িতে গিয়ে দেখা গেল তিনি প্রতিমা তৈরীর কাজে ব্যাস্ত। তিনি জানান, এমনিতেই মূর্তির তৈরীর আনুষাঙ্গিক দ্রব্যমূল্য বৃদ্ধি,সেই সাথে গত কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যার ফলে মূর্তি তৈরিতে কিছুটা হলেও ভাটা পড়েছে। তারপরেও শিল্পী সত্তার তানে নিজের তৈরি করছে লক্ষী প্রতিমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য