বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ২রা অক্টোবর…. বুধবার দিনটি ছিল মহালয়ার পূর্ণ লগ্ন । এই মহালয়ার পূর্ণ লগ্নে বুধবার দুপুর ১২ টায় দুস্থ ছেলেমেয়েদের হাত ধরে উদ্বোধন হল স্বরূপানন্দ গোল্ড প্লেটিং জুয়েলারি দোকানের খোয়াই টিকে ডিকে রোড সংলগ্ন ।এই দিন দুপুর বারোটায় কিছু দুষ্ট ছেলে মেয়েদের হাত ধরে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে শুভ দার উদঘাটন হল খোয়াই স্বরূপানন্দ গোল্ড প্লেটিং জুয়েলারি দোকানের ।এরপর এই দোকানের কর্ণধার শ্রীমতি শিখা শীল দেব ফিতা কেটে দ্বার উদঘাটন করেন পাশে ছিলেন দুস্ত ছেলে মেয়েরাও । এরপর একটি অনুষ্ঠানের মাধ্যমে উৎসর্গ সামাজিক সংস্থার কিছু দুস্ত ছেলেমেয়েদের হাতে পুজোর প্রাক্কালে জামা কাপড় ও একটি আলমিরা তুলে দেওয়া হয় ।কেন দুস্তদের হাত ধরে উদ্বোধন হলো এই বিষয়টি জানতে চাইলে স্বরূপানন্দ গোল্ড প্লেটিং জুয়েলারি দোকানের মালিক তথা শিখা শীল দেব বলেন এই মহালয়ার পূর্ণ লগ্নে বিভিন্ন জায়গায় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের শুভ দার উদ্ঘাটন হতে চলেছে বা হবে । ওইসব দার উদঘাটন গুলি বিশেষ করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরাই করে থাকে । কিন্তু এই সমাজে থাকা দুস্ত ছেলেমেয়েরা বা গরীব অংশের মানুষদের এমন শুভ কাজে কেউ আমন্ত্রণ বা নিমন্ত্রণ করে না উদ্বোধনের জন্য ।অথচ ওরাও সমাজে বসবাসকারী একটি প্রাণী তাদেরও মনের অনেক ইচ্ছা আছে ।তাই ওইসব দুস্থদের সম্মানের খাতিরে আজ এই ধরনের প্রচেষ্টা করা হলো শুধু তাদেরকে একটু সম্মান দেওয়ার জন্য যে তারা দুস্ত হলেও সমাজের অবিচ্ছিন্ন অঙ্গ নয় । তাছাড়া এই ধরনের দুস্ত কচি কাঁচাদের হাত ধরে উদ্বোধন হলে ওদের মনে যেমন প্রশান্তি আসবে তেমনি আমার মনও শান্তি লাভ করবে যে কিছু সময়ের জন্য হলেও দুস্থদেরকে অন্যদের মতো সামাজিক মর্যাদা দিতে পেরেছি। যা সাধারণত দেখা যায় না সমাজের নিয়ম বহির্ভূত একটি কাজ করেছি তাতে দোকানের মালিক শ্রীমতি শিখা শীল দেব নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছেন ।কারণ তাদের মনের আশীর্বাদ টুকুই আগামী দিনে ব্যবসা করার ক্ষেত্রে আমার জন্য পাথেয় হয়ে থাকবে সেই আশায় এই ধরনের উদ্যোগ নিয়েছি । এই দোকানে কি কি জিনিস থাকছে জানতে চাইলে তিনি বলেন এই দোকানে পুরুষ এবং মহিলাদের জন্য যাবতীয় গহনা আধুনিক ডিজাইনের গহনা যেমন চুর, বালা ,কঙ্কন ব্রেসলেট ,শাখা, পলা মানতাসা ইত্যাদি রেডিমেট পাওয়া যাবে এবং অর্ডার নেওয়া হবে সবগুলি হবে গোল্ড প্লেটিং এর উপর । দেখতে সোনার মতন লাগবে অথচ সোনা নয় এই গোল্ড প্লেটিং কাজটি এমনই এক কাজ যা দেখলে সোনার মতন মনে হবে বলে জানান দোকানের মালিক শ্রীমতি শিখা শীল দেব । এবং উনার দোকানের দার উদ্ঘাটনের দিনই ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ।