বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা অক্টোবর… স্বচ্ছতাই সেবা এই স্লোগানকে সামনে রেখে খোয়াই তুলা শিখর ব্লকের উদ্যোগে বিগত বেশ কিছুদিন ধরে চলে আসছিল স্বচ্ছতার উপর এক অনবদ্য প্রচেষ্টা। এই অনুষ্ঠানের অন্তর্গত তুলা শিখর ব্লক এলাকার বিভিন্ন জায়গায় ৬০০ টির উপর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে ছিল স্বচ্ছতা ই সেবা এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান তুলা শিখর আর ডি ব্লকের কনফারেন্স হলে । এই দিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন তুলা শিখর ব্লকের ভিডিও ওবেড এল ডার্লং ব্লকের বি এস সি র চেয়ারম্যান প্রদীপ দেববর্মা ব্লকের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মীরা এবং বিভিন্ন এস এস জি গ্রুপের মহিলারা উপস্থিত ছিলেন । এই দিন সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাশাসকের হাত ধরে দুটি মেশিনের উদ্বোধন করা হয় যা রাজ্যের ৫৮ টি ব্লকের মধ্য কোথাও নেই, যা এই প্রথম প্রতিস্থাপিত হল খোয়াই তুলা শিখর আর ডি ব্লকে । প্রথমে ফলক উন্মোচন করেন এরপর ফিতা কেটে দুটি মেশিনের উদ্বোধন করেন জেলাশাসক। সেগুলি হল প্লাস্টিক প্রসেসিং ইউনিট মেশিন একটি মেশিন যেটিতে বোতল কেটে টুকরো করা হয় অন্য আরেকটি যেটাতে হাইড্রোলিক এর মাধ্যমে বোতল চাপা দিয়ে বান্ডিল করা হয়। এই ধরনের দুটি মেশিনের উদ্বোধন করেন এবং তার প্রক্রিয়া নিজের হাতে পরীক্ষা করেন । এরপর টি আর এল এম এর অন্তর্গত এস এস জি গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি সংযোগ নামক ক্যান্টিনের উদ্বোধন করেন পাশাপাশি ক্যান্টিন চত্বরে সেলফি পয়েন্ট রাখা হয়েছে সেখানে সমস্ত আধিকারিকদের নিয়ে ফটো সেশন করা হয়। জেলা শাসক চাঁদনী চন্দ্রন সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন তুলা শিখর ব্লকের উদ্যোগে বিগত বেশ কিছুদিন ধরে স্বচ্ছতা ই সেবা এই কর্মসূচির অন্তর্গত ৬০০ টির উপর কর্মসূচি চলে।এই কর্মসূচি আজ সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের ৫৮ টি ব্লকের মধ্যে খোয়াই তুলা শিখর ব্লকে এই প্রথম প্লাস্টিক প্রসেসিং ইউনিটের মেশিন বসানো হয় যার উদ্বোধন হতে চলেছে যা রাজ্যের মধ্যে এই প্রথম এই ধরনের মেশিন কোন ব্লকে স্থাপিত হলো । এর জন্য ব্লক আধিকার কে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি তুলা শিখর বাজার এলাকার বিভিন্ন দোকান থেকে প্লাস্টিকের বোতল বিভিন্ন গার্বেজ কালেকশন করে আনা হবে এবং সেই মেশিনের মাধ্যমে প্রসেসিং করা হবে যাতে করে পরিবেশ থেকে প্লাস্টিকের প্রাদুর্ভাব কমে যায় । সারা রাজ্যের মধ্যে এই প্রথম তুলা শিখর ব্লকে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে প্লাস্টিক এর বিভিন্ন সামগ্রী প্রসেসিং করার যে উদ্যোগ সেটা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া এই পদ্ধতির মাধ্যমে সেলফ হেল্প গ্রুপের দিদিরা নিজেদের অর্থনৈতিক বুনিয়াদকে আরো শক্তিশালী করতে পারবে । এখন দেখার বিষয় স্বচ্ছতা ই সেবা এই কর্মসূচির মাধ্যমে তুলা শিখর ব্লক এর এই উদ্যোগ কতটুকু সার্থকতা এনে দেয় এই কর্মসূচি গুলি ।