খোয়াই প্রতিনিধি ২২শে সেপ্টেম্বর……শনিবার রাতে খোয়াই এর পশ্চিম গনকি এলাকার এক ব্যক্তির বাড়িতে আগত বন্ধুর দ্বারা ধর্ষিত হল পাঁচ বছরের শিশু কন্যা। ঘটনার পর শিশু কন্যার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী হালকা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। ঘটনার বিবরন দিয়ে খোয়াই মহিলা থানার পুলিশ জানিয়েছে শনিবার রাতে শিশু কন্যার পিতার আমন্ত্রণে খোয়াই সোনাতলা এলাকার বাসিন্দা রাজেশ দেব ৩৫ পিতা মৃত রবীন্দ্র দেব ধর্ষিত পাঁচ বছরের শিশু কন্যার বাড়িতে আসেন। যথারীতি শিশু কন্যার বাবা আমন্ত্রিত বন্ধুর জন্য রাতের খাবার-দাবারের ব্যবস্থা করেন। এক দিকে শিশু কন্যার মা আমন্ত্রিত বন্ধুর জন্য রান্নাবান্না করছিলেন অন্যদিকে শিশু কন্যার বাবা একটি জরুরি ফোন কল আসেলে সেই ফোন কলটি গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায় কথা বলার জন্য । অন্যদিকে শিশু কন্যাটি পাশের রুমে বসে খেলা করছিলেন এই সময় ঘরের নির্জনতার সুযোগ নিয়ে পাষণ্ড ৩৫ বছরের রাজেশ দেব শিশু কন্যাকে ফুসলিয়ে তাদের বাড়ির পেছনে বাথরুমে নিয়ে অপকর্ম করেন বলে জানিয়েছেন পুলিশ। শেষে নাবালিকা মেয়েটির পিতা মহিলা থানায় ওই ব্যক্তির নামে মামলা করলে মামলা হাতে নিয়ে মহিলা থানার পুলিশ ধর্ষণের অভিযুক্ত রাজেশ দেব কে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। মামলার নাম্বার ২৮/২০২৪ ৬৫/২ of BNS ২০২৩ ,০৬/posco অভিযুক্তের বিরুদ্ধে উক্ত ধারা গুলি যুক্ত করা হলো। এলাকা সূত্রে এও জানা যায় অভিযুক্ত রাজেশ দেব পেশায় একজন ড্রাইভার। এও জানা যায় এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত রাজেশ দেব মদ মত্ত হয়ে নিজের যৌন চাহিদা চরিতার্থ করার জন্য পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে। খোয়াই মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাজেশ দেব এর বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে পাঠালে আদালত দুই দিনের জন্য আসামিকে জেলে পাঠিয়ে দেয়। এখন দেখার বিষয় এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত রাজেশ দেব কে পুলিশ কি শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদিও মহিলা থানার পুলিশ এইরকম ন্যাক্কার জনক ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য যথাসম্ভব চেষ্টা করেন ।