বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই আগস্ট..,…গত ৯ই আগস্ট রাতে কোলকাতার আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক নন্দিতা দেবনাথ যখন নিজের ডিউটি শেষ করে ওই কলেজের কনফারেন্স হলে রাত দুটোর সময় বিশ্রাম নিতে যান তখন সেখানে কিছু রক্ত পিপাসু নারী লোলুপ হায়নারা চিকিৎসক নন্দিতা দেবনাথের সাথে গণধর্ষণ করে গলা টিপে হত্যা করে ।এরই প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠে পাশাপাশি দোশিদের শাস্তির দাবিতে দেশের জনগণ পথে নেমে সঠিক বিচারের জন্য আন্দোলন করছে । অন্যদিকে দেশের সমস্ত চিকিৎসা করাও এর সাথে তাল মিলিয়ে বিভিন্ন জায়গায় হাসপাতালে প্রতিবাদ করছেন এই নেককার জন্য ঘটনার সঠিক বিচার চেয়ে ।তেমনি ভাবে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ খোয়া জেলা হাসপাতালে বহির বিভাগের কর্মরত সমস্ত চিকিৎসক সেবিকা সহ অন্যান্য কর্মীরা এক প্রতিবাদ আন্দোলনের শামিল হন । সারা রাজ্য ২৪ ঘন্টার জন্য চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ থাকবে বলে জানা যায় এরই অঙ্গ হিসেবে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা বহির বিভাগের চিকিৎসা বন্ধ রাখেন । এই বিষয়ে জানতে চাইলে খোয়াই জেলা হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অর্ঘ্য মাল্য দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত ৯ই আগস্ট কলকাতা আরজি কর হাসপাতালে চিকিৎসক মৌমিতা দেবনাথের সাথে নেকক্কার জনক একটি ঘটনা ঘটেছে যা খুবই বেদনাদায়ক একজন চিকিৎসক বোনকে খুবই বেদনাদায়ক যন্ত্রণা দিয়ে বর্বোরচিত ভাব মানসিক নির্যাতনের পর গণধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয় এর জন্য খোয়াই জেলা হাসপাতালের বহির বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি নিয়েছেন এই নেক্কার জনক ঘটনার প্রতিবাদ জানাতে এবং সঠিক বিচার চাইতে । এই দিন খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা একত্রিত হয়ে বহির বিভাগের সামনে প্রতিবাদ জানাচ্ছেন। তিনি এও বলেন আমরা চিকিৎসকরা ও মানুষ আমাদের হৃদয় আছে আবেগ আছে বেদনা আছে নিজেদের পরিবারও রয়েছে তা ভুলে গিয়ে সবকিছুর পরেও সমস্ত কিছু ত্যাগ করার পর যেভাবে পরিষেবা দিয়ে আসছেন জনগণের জন্য এরপরও যদি একজন মহিলা চিকিৎসকের উপর আক্রমণ হয় তার কর্মস্থলে এবং ওক বর্বরোচিত ভাবে হত্যা করে এর কোন ভাষা নেই । এর জন্য ভারত বর্ষ নয় সারা বিশ্ববাসী চিকিৎসকদের সাথে থাকবে বলে মনে করেন চিকিৎসক অর্ঘ্যমাল্য দেববর্মা । শুধু তাই না ভারতবর্ষের সমস্ত হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি রাজ্যের চিকিৎসকাও প্রতিটি হাসপাতালে একত্রিত হয়েছে প্রতিবাদ জানানোর জন্য এখন সময় হয়ে এসেছে সাধারণ মানুষ জানুক এবং রাজ্যের প্রত্যেকটি অলিতে গলিতে মানুষ বুঝে নিক যে চিকিৎসকরা কি পরিমান মানসিক যন্ত্রণা থেকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা কর্মবিরতি নিতে তাই তিনি এও বলেন চিকিৎসকদের ভুল বুঝবেন না এবং আইন নিজের হাতে না নেওয়ার জন্য আবেদনও করেন খোয়াই জেলা হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অর্ঘ্য মাল্য দেববর্মা, পাশাপাশি তিনি এও বলেন চিকিৎসকরা ও মানুষ তাদের রক্ত মাংসের শরীর ওরাও ডাল ভাত খেয়ে জীবন যাপন করে তাই চিকিৎসকরা সর্বদা জনগণের পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ যদিও এই প্রতিবাদ কর্মসূচিতে খোয়াই জেলা হাসপাতালের বহির বিভাগ বন্ধ থাকবে কিন্তু অন্যান্য চিকিৎসকরা ইমার্জেন্সি তে তাদের পরিষেবা দিয়ে যাবে জনগণের জন্য এই প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি তোলা হচ্ছে দোষীদের অতিসত্বর শাস্তি প্রদানের জন্য শনিবার খোয়াই জেলা হাসপাতালের বহির বিভাগের সমস্ত চিকিৎসক ,সেবিকা ও অন্যান্য কর্মীরা দফায় দফায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয় যাতে করে সংবাদমাধ্যমের দ্বারা তাদের প্রতিবাদটি সারা দেশে ছড়িয়ে পড়ে।