কলকাতা আর জি কর মেডিকেল কলেজে হাসপাতালে মহিলা চিকিৎসককে দলবদ্ধ ধর্ষন ও হত্যার প্রতিবাদে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।কলকাতার আর.জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসক’কে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ বর্তমানে বিক্ষোভে ফেটে পড়ছে। এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ডাক্তার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার চেয়ে শনিবার রাজধানী আগরতলার রাজবাড়ির সামনে প্রতিবাদ জানায়অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । এইদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংগঠনের নেত্রী জানান এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে আগেও ঘটেছে পশ্চিমবঙ্গ সরকার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না কলকাতার আর জিকর হাসপাতালে পুরুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সঠিক বিচার যাতে হয় তার আবেদন রাখেন।