তেলিয়ামুড়া প্রতিনিধি :-
বিরোধী দলে বিকাশের হানা। বুধবার পড়ন্ত বিকেলে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াকামিতে ভারতীয় জনতা পার্টির এক বাজার সভার মধ্য দিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে ১৩ পরিবারের ৪১ জন জনজাতি ভোটার সি.পি.আই(এম) ও কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানিয়ে তাদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দেয় ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টির কৃষ্ণপুরের নেতৃত্ব ওয়াথরাই মলসম, তহশীল দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উন্নয়ন দেখে লোকজন বিরোধী দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তাছাড়া তিনি এদিনের এই বাজার সভায় উপস্থিত থেকে বিরোধী সি.পি.আই (এম) ও কংগ্রেসের তীব্র সমালোচনায় মুখর ছিলেন। মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে এই এক ঝাঁক জনজাতি ভোটারের ভারতীয় জনতা পার্টিতে যোগদান দলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।।