Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ পর্ব সুসম্পন্ন করতে খোয়াইতে ৯০টি বুথ সেন্টারে পৌঁছলেন...

ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ পর্ব সুসম্পন্ন করতে খোয়াইতে ৯০টি বুথ সেন্টারে পৌঁছলেন ভোট কর্মীরা

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৭ই আগস্ট….অবশেষে ঘনিয়ে আসলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ।এই নির্বাচন কে কেন্দ্র করে ৮ ই আগস্ট সকাল হতে চলেছে ভোটদান পর্ব ।এই নির্বাচন কে কেন্দ্র করে বিগত প্রায় এক মাসের অধিক বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিল তাও শেষ হয়ে গেল মঙ্গলবার বিকেল চারটা অব্দি সড়ব প্রচারের মাধ্যমে।৮ ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে বুধবার সকাল থেকে ভোট কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার জন্য খোয়াই অফিস টিলা আর ডি ব্লকের সামনে জড়ো হতে থাকে এবং ভোটদানের সমস্ত জিনিসপত্র নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট কর্মীদের যেতে ও দেখা গেছে।ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনের নির্বাচনের জন্য ৯০টি বুথ সেন্টার খোলা হয়েছে।ভোট কেন্দ্র গুলিতে যাওয়ার জন্য ভোট কর্মীদের সাথে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে ।পাশাপাশি মহিলা পুলিশ কর্মীরাও বিভিন্ন ভোট কর্মীদের সাথে ভোট কেন্দ্রে যাচ্ছে। একদিকে পুলিশ বিভিন্ন ভোট কর্মীদের গাড়ি ও নিরাপত্তা রক্ষার জন্য ব্যস্ত থাকতে দেখা গেছে এই দিন।অন্যদিকে ভোট কর্মীরা ভোটকেন্দ্রে যাওয়ার জন্য সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও আর ডি ব্লকের পক্ষ থেকে ভোট কর্মীদের হাতে ভোটের সামগ্রী তুলে দিতে গিয়ে ব্যাপক অরাজগতার সৃষ্টি হয় বলে অভিযোগ করে। যদিও অনেকে ক্যামেরার সামনে কথাগুলি বলতে সাহস পায়নি অফ ক্যামেরায় সবাই এই অভিযোগটি তুলে ধরে পাশাপাশি বিভিন্ন ব্যালট পপার গুলি দিতে গিয়ে যে আগে এই গুলিকে খাতা পত্র মেইনটেইন করতে হয় সেটা না করেই ব্যালট পাঁপার সহ অন্যান্য জরুরী নথিপত্র বিলিবন্টন করতে গিয়ে ব্যাপক অরাজগতার সৃষ্টি হয় ব্লক কার্যালয়ে ।তাতে করে ভোট কর্মীরা সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে দুপুরের পরে তাদের সমস্ত কাগজপত্র গুলি হাতে পান তাও পেতে গিয়ে তাদেরকে আরো অনেক ব্যাগ পেতে হয়েছে বলে জানান এবং অবশেষে সবাই ভোট নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং বিকেল চারটার মধ্যে সমস্ত ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যান এবং সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে খোয়াই আর ডি ব্লক চত্বরে গিয়ে উপস্থিত হন জেলাশাসক চাঁন্দনী চন্দ্রন ও ব্লক আধিকারিক অভিজিৎ দাস।এই বিষয়ে জেলাশাসক চাঁন্দনী চন্দ্রন জানান পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে সমস্ত মহকুমা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে অটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে ভোটাররা নির্দ্বিধায় তাদের ভোট প্রদান করতে পারে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তিনি করা দৃষ্টি রেখেছেন বলে জানান যদিও এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান জেলাশাসক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য