আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের হয়ে খোয়াইতে প্রচারে মেয়র দীপক মজুমদার ও মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের হয়ে খোয়াইতে প্রচারে মেয়র দীপক মজুমদার ও মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।
বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৩রা আগস্ট…. পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে বিজেপি।ত্রিস্তর পঞ্চায়েতের জিলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সবকটি আসনে নিজেদের প্রার্থীদের জয়ী করতে একের পর এক সভা এবং জনসভা করে চলেছে শাসক দল বিজেপি।বিশেষ করে খোয়াই আরডি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে বিজেপি দলের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে আগরতলা পুর পরিষদের মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার প্রায় প্রতিদিন খোয়াইতে কোথাও না কোথাও নির্বাচনী জনসভা করে চলেছেন।তেমনি ভাবে শনিবার বিকেল চারটায় তাঁত চৌহমুনী এলাকায় অবস্থিত শ্রীকৃষ্ণ পাঠশালা স্কুলের কাঞ্চনমালা কমিউনিটি হলে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনীয় সভার আয়োজন করা হয় ।এই দিন নির্বাচনের জনসভায় আগরতলা পুর পরিষদের মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য তথা মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,খোয়াই মন্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাস,এলাকার প্রাক্তন অনিমেষ নাগ,বিজয় কুমার দেবনাথ,প্রণব বসু জিলা পরিষদের তিন নং আসন ওপঞ্চায়েত সমিতির ২ নং আসনের প্রার্থী অনুকূল দাস,ও পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী দীপ্তি রানী দাস অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই দিন নির্বাচনী সভাতে প্রথমে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার ও আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদার বলেন একটা সময় ছিল এইএই গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন সময়ে বাম সরকার সাধারণ জনগণসহ তাদের বিরোধী দলের প্রার্থীদের সাথে ব্যাপক পরিমাণে অত্যাচার করেছে যাতে করে পঞ্চায়েত নির্বাচনে তাদের আধিপত্যতা বজায় থাকে ।তার জন্য তারা সব ধরনের কাজ করেছে এবং ক্ষমতায় টিকে থাকতে গিয়ে রাজ্যের মধ্যে খুন, সন্ত্রাস,অপহরণ,নারী নির্যাতন থেকে শুরু করে সব ধরনের অত্যাচার করেছি সিপিএম।আর অন্যদিকে সিপিএমের আতুর ঘর ছিল খোয়াই শহর।লাগাতর ২৫ বছরের অত্যাচার দেখা গেছে দলে দলে মানুষ বিজেবি দলে সামিল হয়েছে রাজ্য থেকে তাদেরকে মুছে দিতে চাইছে যা হয়েছে ২০২৩ সালের নির্বাচনেও ।বিরোধী দলের আসন থেকেও তারা ছিটকে গেছে তাই বর্তমান সময়ের মানুষ তাদেরকে আর পছন্দ করে না ।তাইত মেয়র দীপক মজুমদার বলেন পঞ্চায়েত নির্বাচন হল গ্রামের নির্বাচন অর্থাৎ গ্রাম সরকার তৈরি করা।এর মূল অর্থ হলো গ্রামের মানুষ এবং গ্রাম যদি শক্তিশালী হয় তাহলে রাজ্য শক্তিশালী হবে রাজ্য শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে সবদিক দিয়ে তাই গ্রাম সরকারকে প্রতিষ্ঠিত করতে বিজেপি সরকারের খুবই প্রয়োজন তাই বিজেপি দলের সমস্ত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।একই দিনে একইভাবে নির্বাচনী প্রচারে শনিবার পহরমুড়া এলাকায় বেলা তিনটায় বাড়ি বাড়ি প্রচারে নেতৃত্ব দেন বিধায়ক তথা আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদার সমতল পদ্মবিল ও উওর রামচন্দ্র ঘাট গাঁও সভায় নির্বাচনী সভা সমাবেশ অনুষ্ঠিত হয়,সেখানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা, রামচন্দ্র ঘাট মন্ডলে শাসক দলের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মাথা কংগ্রেস এবং সিপিআইএমের সরাসরি জোট বদ্ধ হয়ে ত্রী দল সরকার পক্ষের সাথে লড়াই করছে।