তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উপস্থিতি’তে বিজেপি প্রার্থীর সমর্থনে ব্যাপক সারা জাগানো জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিশেষ করে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত প্রচার কার্য চলছে জোর কদমে। এরই অঙ্গ হিসেবে শনিবার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে জমকালো বাড়ি বাড়ি প্রচার এবং জনসম্পর্ক অভিযান সংঘটিত হয়। এই প্রচারে প্রার্থী ছাড়াও স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের সহ-সভাপতি নিতিন কুমার সাহা সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং অগণিত কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিন এই জনসম্পর্ক অভিযানে বের হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় দাবি করেছেন,,,, যেভাবে মানুষ প্রচারে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে তার নিরিখে তিনি নিশ্চিত আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। পাশাপাশি শ্রীমতি সাহা রায় দাবি করেন এই সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে যেভাবে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত ক্রমান্বয়ে উন্নত হচ্ছে তার নিরিখে তিনি নিশ্চিত আগামী নির্বাচনে বিজেপি দলের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হবেন।।