খোয়াই প্রতিনিধি ৯ই জুলাই……মঙ্গলবার দুপুরে আশারামবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিট এর উদ্যোগে ৭ দিনব্যাপী এক কর্মশালার শুভ উদ্বোধন হয় এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশারাম বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন এস এম সি কমিটির চেয়ারপারসন মনিন্দ্র দেব উপস্থিত আশারাম বাড়ি পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ভুবন সবর সহ উপস্থিত এন এস এস ইউনিট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মানুষ দেববর্মা মহোদয় সহ অন্যান্যরামূলত এই অনুষ্ঠানে ৭ দিনব্যাপী এন এস এস এর কর্মশালা উদ্বোধনের দিন প্রদীপ প্রজনন ও উদ্বোধন সংগীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুরু হয়।মঙ্গলবার থেকে আগামী সাত দিন পর্যন্ত বিভিন্ন কর্মশালা রয়েছে বলে জানায় প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র দেববর্মা ।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত স্কুলের এম এস এস ইউনিট কে হাতে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি স্কুলের প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন স্কুলে শিক্ষকের স্বল্পতা রয়েছে তা জানিয়েছেন পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন কেও।