তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
পাঁচ দফা দাবির সমর্থনে শুক্রবার তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের বিডিও-র নিকট ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশন দেওয়ার পূর্বে, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অফিস প্রাঙ্গনে হয় জমায়েত। জমায়েতে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, হেমন্ত জমাতিয়া। জমায়েত থেকে হিমান রায়ের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল তেলিয়ামুড়ার বিডিও-র নিকট পাঁচ দফা দাবি সম্বলিত এক স্মারক পত্র তুলে দেন।
দাবি গুলির মধ্যে অন্যতম হলো,,, রেগার শ্রম দিবস Swap মজুরি বৃদ্ধি, বিদ্যুতের তালবাহানা বন্ধ করা, গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের সুব্যাবস্থা করা এবং বন্য হাতির আক্রমণ থেকে কৃষি এবং জনজীবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যাবস্থা এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এবং নিহত পরিবার গুলিকে সরকারি সাহায্য প্রদান করা।