তেলিয়ামুড়া প্রতিনিধি–
আশ্চর্যজনক ভাবে রেলস্টেশনে এক ব্যাক্তি মারাত্মকভাবে রক্তাক্ত এবং আহত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয় নিয়ে রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সোমবার কোনভাবে খোয়াই এলাকার ৪৪ বছর বয়স্ক জনৈক ব্যাক্তি রাজু বর্মন হয়তো রেল থেকে পড়ে গিয়ে বা রেলে উঠতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়। এরপর ওই ব্যাক্তিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যাক্তি।
এভাবে হঠাৎ করে রেলস্টেশন চত্বরে মধ্যবয়স্ক এক ব্যাক্তির রেল থেকে পড়ে যাওয়াতে বা রেলে উঠতে গিয়ে আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এদিকে একটা অংশ থেকে দাবি উঠছে যেভাবে রেলস্টেশন চত্বরে রেলে উঠতে গিয়ে বা রেল থেকে নামতে গিয়ে যাত্রী সাধারনের দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়, এ বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।