খোয়াই প্রতিনিধি ১৮ই মে….সাত দফায় অষ্টাদশ লোকসভা নির্বাচনের কাজ প্রায় শেষের পথে।সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ও বিভিন্ন ধরনের মৌলিক দাবি-দাওয়া নিয়ে বাম কংগ্রেস মিলে বিভিন্ন অভিযোগের আঙ্গুল তুলেছে বি জে পি দলের বিরুদ্ধে।তারই প্রতিবাদে শনিবার বিকেল পাঁচটায় খোয়াই মন্ডলের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল বের করা হয়।এই দিন প্রতিবাদী মিছিলটি খোয়াই মন্ডল কার্যালয় থেকে শুরু হয় সুভাষ পার্ক ,নৃপেন চক্রবর্তী এভিনিউ ঘুরে তবলা চৌমুন ,টিকে ডিকে রোড হয়ে পুনরায় মিছিলটি মন্ডল কার্যালয়ে এসে সমাপ্ত হয় ।এই মিছিলের সামনের সারিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,মন্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাস,খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ বেশ আরো কয়েকজন শাসকদলের নেতৃত্বরা।মিছিল শেষে মন্ডল কার্যালয় এসে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন আগামী চার ই জুনের পর সমস্ত কিছুর চিত্র পাল্টে যাবে।যেসব রাজনৈতিক দলগুলি বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস মিলে বিজিপির বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদের সেই অপপ্রচারের মুখ বন্ধ হয়ে যাবে ।যখন তৃতীয়বারের মতন কেন্দ্রে মোদি সরকার আসবে।বিশেষ করে বাম কংগ্রেস মিলে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে যে বিশেষ করে রাজ্যের মধ্যে সাধারণ গরিব অংশের মানুষদের জন্য কোন ধরনের কাজকর্ম নেই সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে ঐ সব বলে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীদল গুলি।অথচ দেখা গেছে তেমন কোন ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। দেখা গেছে কিছুদিন আগে রাজ্যের মধ্যে মাত্র দুদিনের জন্য পেট্রোল পণ্যের অভাব দেখা গিয়েছিল তাকে কেন্দ্র করে বাম কংগ্রেস মিলে বিশ্রী ভাবে অপপ্রচার চালাচ্ছে।কিন্তু দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি পাঠালে তিনি অতি দ্রুততার সাথে রাজ্যর জন্য রেলের ওয়াগণের মাধ্যমে কয়েক হাজার গ্যালন লিটার পেট্রোল ডিজেল পাঠিয়ে দেন রাজ্যের উদ্দেশ্য আর তাতে করে অতি দ্রুত পেট্রোল পণ্যের অভাবদূর হয়ে যায় ।এই হচ্ছে বিজিপি দলের কাজ যেখানে সমস্ত অংশের মানুষের কথা চিন্তা করে সরকার কাজ করে চলেছে বলে জানান মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।অথচ বাম আমলে খোয়াইতে একটি পেট্রোল পাম্প ছিল অনবদ্য পেট্রোল পাম্প যে পাম্পে মাসে কুড়ি দিন পেট্রোল পণ্য পেতনা সাধারণ গ্রাহকরা।প্রায় সময় বড় বড় লাইন দেখতে পাওয়া যেত পেট্রোল পাম্পে আর সেই পাম্পের দাঁড়িয়ে থাকা পেট্রোল সংগ্রহকারীরা প্রতিবাদ করলে তাদেরকে লাঠি দিয়ে তাড়িয়ে ছিল তৎকালীন সময়ের বামফ্রন্টের এক নেতা অর্থাৎ বর্তমানের বিধায়ক নির্মল বিশ্বাস যা খোয়াই বাসি প্রত্যক্ষ করেছে বলেও জানান মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।অথচ বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পের অনুমতি দিয়েছেন যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় ।সেই জায়গায় দাড়িয়ে বামফ্রন্ট কংগ্রেস মিলে অপপ্রচার চালাচ্ছে বিজেপি দলের বিরুদ্ধে কারণ ওরা জানে আগামী চার জুনের পর তাদের কোন অস্তিত্ব থাকবে না সেই ভয়ে তারা বিজেপি সরকারের বিরুদ্ধে কুৎসা রটিয়ে জন মনে বিজেপি দলের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করতে চাইছে বিরোধীদল গুলির এই ধরনের কাজের জন্য ব্যাপকভাবে নিন্দা করেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। শনিবার বিকেলে খোয়াই মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে সাধারণ অংশের জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয।