খোয়াই প্রতিনিধি ২৭শে এপ্রিল…..ইতিমধ্যে রাজ্যের দুই পর্যায়ের লোকসভা নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হল।অন্যদিকে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যস্ত পুলিশ প্রশাসনও এরই মধ্যে অবৈধ নেশা কারবারিরা অবৈধ নেশা সামগ্রী পাচারে ব্যস্ত হয়ে পড়েছে। এমনই এক ঘটনা ঘটলো শনিবার দুপুরে খোয়াই মহকুমার অন্তর্গত বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ির নাকা চেকিংয়ে টি আর ০১ এ জে ০৩৭২ নাম্বারের একটি ইকো গাড়ি দিয়ে মিঠুন নমঃ দাস নামে সিধাই থানা এলাকার বাসিন্দা ১৬৪ বোতল অবৈধ কফ সিরাপ নিয়ে খোয়াই এর দিকে আসছিল। যদিও এই বিষয়ে আগে থেকেই পুলিশ খবর পেয়েছিল গোপন সূত্রে এরপর একের পর এক গাড়িগুলি পুলিশ তল্লাশি করতে থাকে।তখন একটি গাড়িকে পুলিশের সন্দেহ হওয়াতে সংশ্লিষ্ট ঐ ইকো গাড়িটিতে তল্লাশি চালায় তাতে অবৈধ কফ সিরাপ সহ নগদ ৬ হাজার ৫০০ টাকাউদ্ধার করে। এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন খোয়াই মহকুমা পুলিশ অধিকারী প্রশুন কান্তি মজুমদার, বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ির ওসি রিপন উচৌই সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছেন প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা বাজার মূল্য হতে পারে বাজেয়াপ্ত অবৈধ কফ সিরাপ গুলির। মূলত অবৈধ নেশা কারবারীরা খোয়াই মহকুমা এলাকার উপর দিয়ে অবৈধ নেশা সামগ্রী গুলি আসা যাওয়ার কেন্দ্রবিন্দু পরিণত করেছে। যদিও পুলিশ এই সমস্ত ঘটনাকে জালে তোলার জন্য খোয়াইতে তিন-চারটি নাকা পয়েন্ট এর ব্যবস্থা গ্রহণ করেছেন। যার কারণে কিছুদিন পর পর এই নাকা পয়েন্টগুলিতে অবৈধ নেশা সামগ্রী গুলি বিভিন্ন সময় আটক করতে সক্ষম হয়েছে। নির্বাচন চলাকালীন সমূহ মহকুমা পুলিশ এবং মহিলা থানার পুলিশ বিভিন্ন এলাকাগুলি থেকে প্রচুর পরিমাণ বিলেতি মদ সহ বিভিন্ন নেশা সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে। যদিও পুলিশ জানিয়েছেন পুলিশের এই সমস্ত অভিযান গুলি আগামী দিনে জারি থাকবে। পুলিশের এরকম অভিযান এবং নাকা পয়েন্টগুলি আরেকটু শক্তি হলে সংস্কৃতির শহর খোয়াই কে আগামী দিনে নেশার কবল থেকে রক্ষা করা সম্ভব হবে।