পরাজয়ের গ্লানি ভোলার জন্য পশ্চিম আসনের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সিপিএমের আনা ভিত্তিহীন গুচ্ছ অভিযোগ খন্ডন করেছে বিজেপি।বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে এবং প্রয়োজনে বিষয়টি নিয়ে দল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার ভোট শেষে সুষ্ঠু নির্বাচনের জন্য , নির্বাচক মন্ডলী ভোট কর্মী ,আরক্ষা প্রশাসন এবং নির্বাচন দপ্তরকে অভিনন্দন জানিয়ে এই কথা জানা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।পশ্চিম আসনের লোকসভা এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করল প্রদেশ বিজেপি ।শুক্রবার ভোট শেষে সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।তিনি বলেন, সব জায়গাতেই ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ।পশ্চিম আসনে ভোট পড়েছে ৮১. ২৩ শতাংশ এবং রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭১.২৬ শতাংশ ।ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচকমণ্ডলী ,ভোট কর্মী ,সাধারণ প্রশাসন, আরক্ষা প্রশাসন এবং নির্বাচন দপ্তরকে অভিনন্দন জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি বলেন ,নির্বাচন নিয়ে কংগ্রেস এবং সিপিএমের আনীত অভিযোগ ভিত্তিহীন। পরাজয়ের গ্লানি ভোলার জন্য কিছু একটা বলতে হবে তাই তারা এমন ভিত্তিহীন অভিযোগ এনেছে ।বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে ।প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি তথা নির্বাচন কমিটির কো কনভেনার ডাক্তার অশোক সিনহা এবং প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।