Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে ভোটারদের অবগত করতে চাম্পা হাওয়ার এলাকায় ফ্ল্যাগ মার্চ...

খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে ভোটারদের অবগত করতে চাম্পা হাওয়ার এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হয়।

খোয়াই প্রতিনিধি ১ই এপ্রিল….. লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাম্পা হাওর বাজার থেকে এক ফ্লাগ মার্চ করা হয়। এই ফ্ল্যাগ মার্চ চম্পা হাওর বাজার থেকে শুরু হয়ে চাম্পা হাওর বাজার হয়ে তেমনি বাজার হয়ে হাতিমারা পর্যন্ত এই ফ্লাগ মার্চটি চলে । এই ফ্ল্যাগ মার্চটি পায়ে হেঁটে এবং গাড়ির মাধ্যমে করা হয়। এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন,পুলিশ সুপার রমেশ যাদব, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার,অতিরিক্ত জেলাশাসক কেশব কর,তুলাশিখড় ব্লকের ভিডিও ওবেড ডালং সহ টি এস আর জোয়ানরা। এই বিষয়ে জেলাশাসক চাঁদনী চন্দ্রন বলেন ২৬শে এপ্রিল লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ হতে চলেছে তাকে কেন্দ্র করে জনগণকে উৎসাহিত করতে এবং ভোটদানে নিজেদেরকে শামিল করার লক্ষ্যে এই ধরনের ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে জেলার বিভিন্ন জায়গাতে।পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে সমস্ত জেলা বাসি কে প্রশাসনের পক্ষ থেকে অবগত করানো হচ্ছে যে প্রশাসন ভোট দাতা এবং জনগণের পাশে রয়েছে সেই বার্তা দিতেই ফ্লাগ মার্চ করা হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে। মূলত গত এক মাস ধরে জেলা প্রশাসনের উদ্যোগে জনগণ তথা ভোটারদের একটি বার্তা দিতে চাইছেন আগামী লোকসভা নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই জেলা প্রশাসনের উদ্যোগে ফ্ল্যাগ মার্চ ও বিভিন্ন প্রশাসনিক কর্মসূচিও অনুষ্ঠিত করে চলেছেন খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে।নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের এই সমস্ত উদ্যোগকে খোয়াই বাসি এবং জেলার সমস্ত ভোটাররা খোয়াই জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য