Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিনা নোটিশে ব্যাংক বন্ধে হয়রানীর শিকার গ্রাহকরা

বিনা নোটিশে ব্যাংক বন্ধে হয়রানীর শিকার গ্রাহকরা

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
আজব কান্ড! লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ রেখে মূল ফটকে সাদা কাগজে নোটিশ সাটিয়ে গ্রাহকদের হয়রানি এবং হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখা। উল্লেখ্য থাকে, ২০২৪ লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে বুধবার স্ব-ঘোষিত বন্ধের পথে হাটলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখা। সরকারি নিয়ম অনুযায়ী ১০ই এপ্রিল কোন ছুটি না থাকলেও স্ব-ঘোষিত ছুটির ডাক দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখার বরিষ্ঠ প্রবন্ধক সাহেব। আর বরিষ্ঠ প্রবন্ধক এন্ড কোং -এর কল্যাণে প্রচন্ডভাবে হয়রানির শিকার গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বুধবার কোন সরকারি ছুটি নেই, কিন্তু লোকসভা নির্বাচনের দোহাই দিয়ে নিজেদের কর্ম-সংস্কৃতি লাটে তুলেছে পি.এন.বি তেলিয়ামুড়া শাখার কর্মীবাবু’রা। যদিও পি.এন.বি তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে প্রায়শই গ্রাহকদের হয়রানি, গ্রাহকদের সঙ্গে দুব্যাবহার সহ নানা অভিযোগ কান পাতলেই উঠে আসে। যদিও তেলিয়ামুড়ার বাদবাকি সব ব্যাঙ্কের শাখা খোলা থাকলেও ব্যতিক্রম শুধু পি.এন.বি তেলিয়ামুড়া শাখা। তবে বৃহস্পতিবার স্বঘোষিত বন্ধ আর তারপর শুক্রবার ঈদের ছুটি, শনিবার মাসের দ্বিতীয় শনিবারের ছুটি এবং রবিবার এমনিতেই ছুটি মোটকথা গ্রাহকদের ব্যাঙ্কের পরিষেবা পেতে পেতে সেই সোমবার। ফলে চৈত্রের বাজারে আচমকাই পি.এন.বি-এর মতো ব্যাঙ্ক আচমকাই স্ব-ঘোষিত বন্ধের ফলে মহাবিপাকে গ্রাহকেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য