Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যকুমারী মধুতি রূপশ্রীর ৭৫ তম শহীদান দিবস উদযাপন করলো সিপিআইএম রাজ্য কমিটি

কুমারী মধুতি রূপশ্রীর ৭৫ তম শহীদান দিবস উদযাপন করলো সিপিআইএম রাজ্য কমিটি

১৯৪৯ সালের ২৯ মার্চ খোয়াই মহকুমার পদ্মবিল গ্রামে রাজার সৈন্যদের নির্যাতন থেকে রক্ষা করতে গ্রামের মহিলারা রুখে দাঁড়ান। এবং রাজার সৈন্যরা গুলি ছুঁড়তে শুরু করে। সেই সময় কুমারী, মধুতি, রূপশ্রী এই তিন সংগ্রামী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকেই কুমারি মধুতি এবং রুপশ্রী শহীদ দিবস পালন করে আসছে সিপিআইএম। বৃহস্পতিবার কুমারী মধুতি রূপশ্রীর ৭৫ তম শহীদান দিবস উদযাপন করলো সিপিআইএম রাজ্য কমিটি। মেলারমাঠস্থিত দলের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, নারী নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন এবং নীরবতা পালন করেন উপস্থিত সকলে। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, কুমারী মধুতি রুপশ্রীর আত্ম বলিদান এর কথা তুলে ধরে বলেন,রাজ্যের উপজাতি অংশের জনগণদের শোষণের যাঁতাকলে পিষে কিভাবে সামন্ত প্রভুরা রাজত্ব করতেন তার নিদর্শন রয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ, নীরমহল। সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পড়ে, নতুন স্লোগান দিয়ে সংসদীয় রাজনীতিতে নির্বাচনে দাঁড়িয়েছে। সঙ্গে রয়েছে সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টি। শ্রী চৌধুরী বলেন,আসন্ন লোকসভা নির্বাচনে সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগীদের রাজ্যের সকল গণতান্ত্রিক এবং দেশপ্রেমী শক্তির ঐক্যবদ্ধ ভাবে হারানোর মধ্য দিয়ে কুমারী মধুতি রুপশ্রী প্রতি সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য