Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদস্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার কারণে ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্ররা মিলে...

স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার কারণে ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্ররা মিলে বিপ্লবী সূর্য সেন বিদ্যামন্দির স্কুলে তালা দিয়ে পথ অবরোধে বসলো।ঘটনা খোয়ার জব্বর টিলা এলাকায়।

খোয়াই প্রতিনিধি ৮ই জানুয়ারি…..খোয়াই মহাকুমার বিভিন্ন স্কুল গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার কারণে প্রায় সময় স্কুলের ছাত্র-ছাত্রীরা পথ অবরোধে বসে তাদের স্কুলে শিক্ষকদেরস্বল্পতা কমানোর জন্য।তেমনি ভাবে সোমবার সকালে এমনি আরেকটা ঘটনা ঘটলো স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে ক্ষুব্ধ অভিভাবকরা ও ছাত্রছাত্রীরা মিলে বিদ্যালয়ে তালা দিয়ে সড়ক অবরোধে বসলো। ঘটনা খোয়াইয়ের জব্বরটিলা এলাকার বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। ঘটনার বিবরনে জানা যায় বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পঞ্চাশের অধিক ছাত্রছাত্রী রয়েছে। সেই তুলনায় স্কুলে শিক্ষকের সমস্যা দীর্ঘদিনের।গত কয়েক মাস আগেও একবার অভিভাবকরা স্কুলে তালা ঝুলানোর পর খোয়াইয়ের বিদ্যালয়ে পরিদর্শক প্রবীণ কুমার দেববর্মা কথা দিয়েছিলেন সাত দিনের মধ্যে সমস্যা সমাধান করবেন। কিন্তু সেই মোতাবেক তিনি ওনার কথা রাখেন নি। অবশেষে বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে বাধ্য হয়ে খোয়াই-চাম্পাহাওর সড়কও অবরোধ করে বসে তারা। অবরোধের ফলে রাস্তার দু’ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছুটে আসে খোয়াইয়ের বিদ্যালয়ে পরিদর্শক প্রবীণ কুমার দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। ছুটে আসেন গ্রামের প্রধান সুশান্ত দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা। শেষে আন্দোলন কারীদের সাথে কথা বলে বিদ্যালয় পরিদর্শক লিখিত ভাবে আশ্বাস দেন আগামীকাল মঙ্গলবার এই স্কুলে নতুন শিক্ষক পাঠানো হবে। এবং আগামী কয়েক দিনের মধ্যে আরেকজন শিক্ষক স্কুলে দেওয়া হবে। এই আশ্বাসের পর অবরোধকারী স্কুলের মূল ফটকের তালা এবং খোয়াই-চাম্পা হাউর সড়কটিকে অবরোধ মুক্ত করে দেয় অভিভাবকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য