খোয়াই প্রতিনিধি ৪ঠা জানুয়ারি…… বুধবার সন্ধ্যায় খোয়াই আশারাম বাড়ী করাংগী ছড়া এলাকার স্থানীয় এক ব্যক্তির রডের আঘাতে মৃত্যু হল বিশ্বজিৎ শুক্লা বৈদ্য ৩০ নামে এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে ছিলেন বিশ্বজিৎ শুক্ল বৈদ্য। বাড়িতে কেউ না থাকার সুযোগে হঠাৎ সন্ধ্যা সাতটা নাগাদ প্রদীপ সূত্রধর নামে এক ব্যক্তি অস্রাব্য ভাষায় গালা গালি করতে থাকে তখন নিজ ঘরে থাকা বিশ্বজিৎ শুক্ল বৈদ্য ঘর থেকে বেরিয়ে আসে ও কিছু বুঝে ওঠার আগেই বিশ্বজিৎ শুক্ল বৈদ্যকে এলোপাথাড়ি রড দিয়ে আঘাত করতে থাকে প্রদীপ সূত্রধর নামে এক ব্যক্তি। এলোপাথাড়ি রড দিয়ে আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিশ্বজিৎ শুক্ল বৈদ্য। বিশ্বজিতের চিৎকারে এলাকাবাসী এসে বিশ্বজিৎকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বেহেলা বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।তখন প্রাথমিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাথে সাথে খোয়াই জেলা হাসপাতাল পাঠিয়ে দিয়ে দেন।শেষের বৃহস্পতিবার সকালে খোয়াই জেলা হাসপাতালে বিশ্বজিৎ শুক্ল বৈদ্যর মৃত্যু হয়। জানা গেছে পরিবারের তরফ থেকে এই বিষয়টি নিয়ে খোয়াই চাম্পা হাওর থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। কি কারনে এই ঘটনা এই বিষয়ে এলাকাবাসী ও পরিবারের লোকেরা কিছুই বলে উঠতে পারছে না। পুলিশের তদন্তে মূল ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করা যাচ্ছে। পুলিশ মামলা হাতে পেয়ে বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করে একটি মামলা গ্রহণ করেন।শেষে বৃহস্পতিবার দুপুরে বিশ্বজিৎ শুক্ল বৈদ্যর মৃত দেহ ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং বিকেলে ময়না তদন্তের পর বিশ্বজিতের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখন দেখার বিষয় এই হত্যাকান্ডের পেছনে কি কারণ রয়েছে পুলিশের তদন্তে গোটা ঘটনায় রহস্য উন্মোচন হবে বলে গোটা এলাকাবাসী পুলিশের সঠিক তদন্তের অপেক্ষায় রয়েছেন। এখন দেখার বিষয় এই হত্যাকাণ্ডের পেছনে কি কারন রয়েছে এবং পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে। গোটা এলাকাজুড়ে এই হত্যাকাণ্ডের জন্যই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।