খোয়াই প্রতিনিধি ১৮ই ডিসেম্বর…..অপারেশন সঞ্জীবনীর অন্তর্গত খোয়াই থানার পুলিশ এক অভিযান চালিয়ে ব্রাউন সুগার, নগদ অর্থ সহ এক নেশা কারিকে আটক করে।ঘটনার বিবরণ দিয়ে পুলিশ অধিকারীক প্রসুন কান্তি মজুমদার জানান রবিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে একটি খবর আসে খোয়াই থানা দিন উত্তর দুর্গানগর এলাকায় এক ব্যক্তি নেশা জাতীয় জিনিস পাচারের জন্য আসছে।সেই খবরের ভিত্তিতে খোয়াই থানার ওসি সুবীর মালাকার ও পুলিশ আধিকারিক প্রসুন কান্তি মজুমদার সহ আরো পুলিশ বাহিনী নিয়ে উত্তর দুর্গানগর এলাকায় জাল পেতে বসে থাকে সন্ধ্যের পর থেকে শেষে রাত আটটা নাগাদ ওই নেশা কারবারি কে আটক করতে সক্ষম হয়ে পুলিশ তার নাম দীপঙ্কর দাস পিতা ধনরন্দ দাস লাল ছড়া নিবাসী ।তল্লাশী চলাকালীন দীপঙ্কর দাসের কাছ থেকে পুলিশ ১২ গ্রাম ব্রঞ্চ সুগার ৫৫০০ টাকা নগদ ও একটি স্কুটি উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে আসো এবং তার বিরুদ্ধে এন ডি পি এস কেইসে মামলা গ্রহণ করে।