Monday, May 20, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সি পি আই এমের মহাকুমা সদর কার্যালয়ে পালিত হল নভেম্বর বিপ্লব...

খোয়াই সি পি আই এমের মহাকুমা সদর কার্যালয়ে পালিত হল নভেম্বর বিপ্লব দিবস অনুষ্ঠান

খোয়াই প্রতিনিধি ৭ই নভেম্বর…. মঙ্গলবার সকালে কবিগুরু পার্ক স্থিত সি পি এমের মহাকুমার সদর কার্যালয়ে নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করা হয়েছে সি পি আই এম র মহকুমা কমিটির উদ্যোগে।অনুষ্ঠানের প্রথমে মহকুমা কার্য্যালয়ে প্রথমে পতাকা উত্তোলন করেন মহকুমা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা।পরে নভেম্বর বিপ্লবের নেতা ভি আই লেনিনের প্রতি কৃতিতে ফুল ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান পদ্ম কুমার দেববর্মা, এছাড়া সেখানে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আলয় রায় ও পলাশ ভৌমিক ,মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য বিদ্যা চরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।সবশেষে নভেম্বর বিপ্লবের তাৎপর্য্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্টির মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য