Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসঞ্জীবনী নামক নেশা বিরোধী অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ নগদ 2 লক্ষ...

সঞ্জীবনী নামক নেশা বিরোধী অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ নগদ 2 লক্ষ টাকা,ব্রাউন সুগার ও পিস্তল সহ আটক করল এক ব্যক্তিকে।পিস্তল উদ্ধারে চাঞ্চল্য খোয়াই শহর জুড়ে।

খোয়াই প্রতিনিধি ২৫শে সেপ্টেম্বর….বিগত বেশ কিছুদিন ধরে খোয়াই থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে একের পর এক সাফল্য পেয়ে চলেছে।আর তাতে করে নেশা কারবারিদের মাথায় বাজ পড়তে শুরু করল।একই. ভাবে অভিযান করতে গিয়ে দূর্গা পূজার প্রাক মুহূর্তে নেশা কারবাড়ির কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল নগদ দুই লক্ষ টাকা ও দেশি পিস্তলসহ, বাইক সহ এক নেশা কারবাড়িকে আটক করল খোয়াই থানার পুলিশ সোমবার দুপুরে।আর এই ঘটনা প্রকাশ হতে খোয়াই মহকুমার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিষয়ে বৃত্তান্ত দিয়ে পুলিশ আধিকারিক প্রসন মজুমদার সংবাদ মাধ্যমকে জানান যে বেশ কিছুদিন ধরে খোয়াই থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে একের পর এক সাফল্য পেয়ে চলেছে।তেমনি ভাবে খোয়াই থানার পুলিশ অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে সোমবার দুপুরে একটি বিশেষ অভিযান চালানো হয় খোয়াই থানার উদ্যোগে ।এই অভিজানে অংশগ্রহণ করেন খোয়াই থানার ওসি সুবীর মালাকার ও পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার ও থানার অন্যান্য কর্মীবৃন্দরা।অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৭ জন নেশাখোর যুবককে আটক করে এবং তখন একটি একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর পান যে খোয়াই লালছড়া নিবাসী গোপেশ বর্মনের ছেলে গৌতম বর্মনের বাড়িতে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও হাতিয়ার মজুদ রয়েছে সেই খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ গৌতম বর্মনের বাড়িতে তল্লাশি চালিয়ে নগর ২ লক্ষ ৭ হাজার টাকা সহ সাতটি মোবাইল,একটি ট্যাব,দুটি সাবানের বাক্স ভর্তি ব্রাউন সুগার,একটি পালসার বাইক সহ একটি দেশি পিস্তল উদ্ধার করে এবং নিয়ে আসা হয় খোয়াই থানাতে। এই বিষয়ে আরো তথ্য জানতে গৌতম বর্মনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।দূর্গা পূজার প্রাগ মুহুর্তে নেশা কারবাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এই খবর প্রকাশ হতেই খোয়াই মহকুমাজুরে যে আতঙ্কের সৃষ্টি হয় তাকে নিয়ে পুলিশ আধিকারিক প্রশন মজুমদার খোয়াই বাসির উদ্দেশ্যে বলেন এই ধরনের ঘটনায় ভয় পাবার কিছু নেই সমস্ত বিষয়টা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে তাই খোয়াই বাসি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। পাশাপাশি আসন্ন দুর্গাপূজাতেও খোয়াই বাসির কোন ধরনের আতঙ্কগ্রস্থ হওয়ার প্রয়োজন নেই সমস্ত বিষয়টা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক প্রসন মজুমদার।এবং আসন্ন দূর্গা পূজাতে খোয়াই বাসি আনন্দ উপভোগ করতে পারবে নিশ্চিন্তে সেই বিষয়ে আশ্বস্ত করেন খোয়াই বাসীকে।পাশাপাশি পুলিশ আধিকারিক প্রসন মজুমদার এই অভিযানে নেতৃত্ব দেওয়া সমস্ত পুলিশ অফিসার এবং খোয়াই থানার অন্যান্য কর্মীদের এই অভিজানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য