Friday, December 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদজঙ্গল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার অজগর সাপ!

জঙ্গল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার অজগর সাপ!

তেলিয়ামুড়া প্রতিনিধি :-সমাজ সচেতনতায় অন্যতম নজির আবারও স্থাপন করলেন তেলিয়ামুড়ার দাবাং মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। বরাবরই নিজের পেশাগত কাজের পাশাপাশি বিভিন্ন প্রকারের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে এই শীর্ষ মহকুমা পুলিশ আধিকারিক। জানা গেছে সোমবার সকাল সকাল বড়মুড়া এলাকাতে জাতীয় সড়কের পাশের বনজঙ্গল পরিষ্কার করার জন্য একদল টি.এস.আর সহ মাঠে অবতীর্ণ হয় প্রসূন কান্তি ত্রিপুরা। এই সময় হঠাৎ করে জাতীয় সড়কের পাশে বৃহৎ আকারের একটি অজগর সাপের সন্ধান পায় টি.এস.আর বাহিনীর সহ মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তী সময়ে সযত্নে সংশ্লিষ্ট সাপটিকে উদ্ধার করে বড়মুড়া’র গভীর জঙ্গলে ছেড়ে দেয় প্রসূন কান্তি ত্রিপুরা সহ অন্যান্য টি.এস.আর কর্মীরা। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মহাকুমা পুলিশ আধিকারিক প্রথমে দাবি করেছেন, সামাজিক দায়বদ্ধতার নিরিখেই জাতীয় সড়কের পার্শ্ববর্তী জায়গা পরিষ্কার করতে ময়দান অবতীর্ণ হয়েছেন, সাপ উদ্ধারের বিষয়ে বলতে গিয়ে বললেন এটা একটা দারুণ অভিজ্ঞতা যেহেতু সাপটার উপযুক্ত স্থান হচ্ছে ঘন জঙ্গল তাই এঁকে উদ্ধার করে সযত্নে ঘন জঙ্গলেই ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে গোটা বিষয় নিয়ে যখনই খবর ছড়িয়ে পড়ে তখনই সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য