Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগাঁজা গায়েব করার অভিযোগ জি.আর.পি পুলিশের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে

গাঁজা গায়েব করার অভিযোগ জি.আর.পি পুলিশের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
পুলিশের চাকুরীর মাইনেতে পুষায় না বলেই কি ব্যাগ ভর্তি গাঁজা গিলে খেলো জি.আর.পি পুলিশ? গাঁজা ধরে গাঁজা গায়েব করার অভিযোগ জি.আর.পি পুলিশের বিরুদ্ধে। উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী খবরে প্রকাশ, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ধর্মনগর থেকে আগরতলা’গামী ডেমু রেলে করে আগরতলার দিকে গাঁজা পাচার করতে যাওয়ার সময় তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে স্থানীয় জিআরপি পুলিশের তৎপরতায় বেশ কয়েকজন সন্দেহভাজন লোককে পিছু ধাওয়া করে তাদের কাছ থেকে তিনটি ব্যাগ বাজেয়াপ্ত করে। এই ঘটনার খবর পেয়ে ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ জানায় তিনটি নয় বরং একটি গাঁজা প্যাকেট ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের বলা তথ্য যদি সত্য হয় তাহলে গাঁজা ভর্তি বাকি দুটি ব্যাগ কোথায় সরিয়ে ফেলেছে তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ? নাকি বাকি দুটি গাঁজা ভর্তি ব্যাগ গিলে খেলো তেলিয়ামুড়া জি.আর.পি থানা?
তবে এ ব্যাপারে তেলিয়ামুড়া জি.আর.পি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্টু মারাক সহ তেলিয়ামুড়া জি.আর.পি থানার পুলিশ বাবুদের জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের ক্যামেরা দেখে একপ্রকার ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ছিল তাদের। যদিও জি.আর.পি আধিকারিক সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে শাঁক দিয়ে মাছ ঢাকার যে অপকৌশল শুরু করেছিলেন তাতে কিন্তু শাঁকের তলা থেকে মাছের লেজটা যে অনেকাংশেই বেরিয়ে এল তা আর বলার অপেক্ষা রাখে না।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য