Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত বসলো শনিবার

রাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত বসলো শনিবার

রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে বসেছে লোক আদালত। লোক আদালতের কাজ শুরু হয় সকাল ১০টায়। মোট ৭১ টি বেঞ্চে আনুমানিক ১৫ হাজার,২৭১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এদিকে আগরতলার ক্যাপিট্যাল কমপ্লেক্সের ত্রিপুরা হাইকোর্ট চত্বরেও বসে লোক আদালত । এখানে জাতীয় লোক আদালতে ৬৫টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। অপরদিকে আগরতলা কোর্ট চত্বরেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। ১৬টি লোক আদালতে ২৮৫৮টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এক সাক্ষাৎকারে আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ জানান, ১৫ হাজার,২৭১টি মামলার মধ্যে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত বিষয় রয়েছে আনুমানিক ৭হাজার,৪৬৭ টি। এছাড়া আদালতে বিচারাধীন আনুমানিক ৭ হাজার,৮০৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় ।লোক আদালতের মাধ্যমে জমে থাকা বিভিন্ন পুরনো মামলার নিষ্পত্তি হয়। তিনি বলেন,দ্রুত এবং বিনা আইনী খরচে মামলা নিষ্পত্তির জন্য লোক আদালত অত্যন্ত ফলপ্রসূ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য