Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মন্ডলের কিষান মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো ধান রোপন সোনাতলা এলাকায়

খোয়াই মন্ডলের কিষান মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো ধান রোপন সোনাতলা এলাকায়

খোয়াই প্রতিনিধি ২ রা সেপ্টেম্বর…..২০১৮ সালের নির্বাচনে বিজেপি দল ক্ষমতায় আসার পর সরকার একটি সিদ্ধান্ত নেয় যে ত্রিপুরা রাজ্যকে খাদ্যে স্বনির্ভর করতে হবে তাতে করে কোন জমি পতিত রাখা যাবে না। রাজ্যের মাননীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ মহাশয়ের এই আহ্বানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা রাজ্যজুড়ে কাজ করে চলছে। এই কর্মসূচি অনুযায়ী ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা খোয়াই মন্ডলের উদ্যোগে সোনাতলা গ্রামের গরিব কৃষক নবীন শীল মহাশয়ের আধা কাণি পতিত কৃষি জমিতে হালচাষ, ধানের চারার ব্যবস্তা ও ধান রোপন করে দেয়। চারা রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক তথা খোয়াই জেলা কিষান মোর্চার প্রভারি প্রদীপ বরণ রায়, খোয়াই জেলা সভাধিপতি তথা কিষাণ মোর্চা রাজ্য সহসভাপতি শ্রীযুক্ত জয়দেব দেববর্মা মহাশয়, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, কিষান মোর্চা খোয়াই মন্ডল সভাপতি সমরেন্দ্র দেব, ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল, সোনাতলা গ্রামের প্রধান শ্রীমতি শঙ্করী দাস মহাশয়া সহ কিষান মোর্চা খোয়াই মন্ডলের কার্যকর্তাগণ। ধান রোপন অনুষ্ঠান শেষে সোনাতলা বিজেপি অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কিষান মোর্চার মহিলা সদস্যগণ উপস্থিত নেতৃত্বদের এবং কার্যকর্তা ভাইদের রাখি পরিয়ে রাখি বন্ধনের এই পবিত্র অনুষ্ঠানটি পালন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য