Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবীনাপানী ক্লাব ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির

বীনাপানী ক্লাব ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির

খোয়াই প্রতিনিধি ২৬শে আগস্ট…..শনিবার সকাল ১১ টায় খোয়াই বি পি সি পাড়া স্থিত বীণাপাণি ক্লাব ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে ক্লাব চত্বরে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বীণাপাণি ক্লাবের সভাপতি কাজল শুক্ল বৈদ্য, সম্পাদক রাজু বনিক সহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরা। এই স্বাস্থ্য শিবিরে চারজন চিকিৎসক চারটি বিভাগে চিকিৎসা পরিষেবা দেন। এরা হলেন মধুমেয় রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রানা বর্মন, ঔষধ বিশেষজ্ঞ চিকিৎসক উত্তম বর্মন, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রূপক মোদক, ডায়েটিশিয়ান নুপুর দাস। এই মেগা স্বাস্থ্য শিবিরে যোগদান করার জন্য বীণাপাণি ক্লাবের পক্ষ থেকে শুক্রবার মাইকিং করে জানানো হয়। তাতে করে বীণাপাণি ক্লাবের উদ্যোগে এ স্বাস্থ্য শিবিরে দলে দলে রোগীরা এসে তাদের স্বাস্থ্য পরিসেবা গ্রহণ করেন এবং রোগীদেরকে বিনামূল্যে ঔষধ ও বিতরণ করা হয়। বিনাপানি ক্লাবের সভাপতি কাজল শুক্ল বৈদ্য এই স্বাস্থ্য শিবিরের বিষয়ে বলতে গিয়ে বলেন বিশেষ করে খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকার গরিব মানুষের কথা চিন্তা করে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে যাতে করে সাধারণ গরিব মানুষেরা এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে তাদের চিকিৎসা পরিষেবা নিতে পারে এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও পেয়ে যাবেন সেই দৃষ্টিকোণ থেকেই এ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বিনাপানি ক্লাবের উদ্যোগে।শনিবার বীণাপাণি ক্লাবের উদ্যোগে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেই স্বাস্থ্য শিবিরে উপস্থিত সাংবাদিকরা ও তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য