Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যউন্নত স্বাস্থ্যপরিসেবার নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার - মুখ্যমন্ত্রী

উন্নত স্বাস্থ্যপরিসেবার নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার – মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা’র হাত ধরে রবিবার হাপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর ব্রাম টিচিং হসপিটাল এর ১৮ তম প্রতিষ্ঠা দিবস এবং এই মেডিক্যাল কলেজের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন প্রত্যেকের জন্য সহজলভ্য এবং উন্নত স্বাস্থ্যপরিসেবার নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে বর্তমান সরকার। এদিন আগরতলা ডেন্টাল মেডিক্যাল কলেজের শুরুর প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন যে তার মধ্যে কোন কাজ করার যে চেষ্টা আছে এখন সরকারের মধ্যেও তা মিশে গেছে। মুখ্যমন্ত্রী বাজেটের কথা উল্লেখ করে বলেন এবার তার সরকার প্রায় ২৭৬০০ কোটি টাকার বাজেট পেশ করেছে। এর মধ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৭০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছে। স্বাস্থ্য খাতেও বাজেট প্রচুর বাড়ানো হয়েছে। প্রায় ১৬০০ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় পরিকাঠামো যদি উন্নত না হয় তাহলে বাইরের উদ্যোগপতিরা এখানে আসবেন না।এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার কথা দিয়েছিল এ ডি সি এলাকায় একটা মেডিক্যাল কলেজ করবে। সেই অনুযায়ী একটি মৌ ও স্বাক্ষরিত হয়েছিল। গত কয়েক দিন আগে সেই মৌ স্বাক্ষরকারি সংস্থার কর্মকর্তারা এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। তারা পি পি পি মডেলে এখানে তা খোলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি আমবাসায় ও আরেকটি মেডিক্যাল কলেজ হতে যাচ্ছে বলে জানান তিনি। এছাড়া বি এস সি নার্সিং কলেজ, ফার্মেসি কলেজ, খোলা হয়েছে। রাজ্য সরকার চাইছে রাজ্যে যাতে একটা মেডিক্যাল হাব তৈরি হয়। তিনি এদিন বলেন মেডিক্যাল কলেজ হবে না বলে কিছু নেই। হতেই হবে। সে লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করে চলেছে। তিনি এদিন জানান দিল্লিতে রাজ্যে রিমস বা নেগ্রিমস এর মত মেডিক্যাল কলেজ খোলার দাবি এদিন তিনি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যে ১০০ টির মত সাব সেন্টার খোলার জন্য বাজেটে সংস্থান রাখা হয়েছে। রাজ্য সরকার নেশা মুক্ত সেন্টার করতে যাচ্ছে। ইনফেক্সাস ডিজিজ এর জন্য একটি সেন্টার খোলা হবে বলেও জানান তিনি। ডাঃ মানিক সাহা এদিন আরও বলেন রাজ্যে ডাক্তারদের গ্রেডে ও পরিবর্তন আনা হয়েছে। ফলে বাইরে থেকে চিকিৎসকরা এখন রাজ্যে আসছে। এ জি এম সি তে এখন নয়টি সুপার স্পেশালিটি ডিপারমেন্ট খোলা হয়েছে। রাজ্যের মানুষের মনে এখন কথায় কথায় বাইরে যাবার প্রবণতা কমেছে বলেও উঠে আসে তার বক্তব্যে। এদিন কলেজে নব নির্মিত স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচনও করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য