Friday, July 26, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ১০৮ নং জাতীয় সড়কের নিম্নমানের কাজ ও ডাইভারশন রোড না করে দেবার...

১০৮ নং জাতীয় সড়কের নিম্নমানের কাজ ও ডাইভারশন রোড না করে দেবার কারণে পথ অবরোধে বসলো খোয়াই পশ্চিম সোনাতলা গ্রামের মানুষ

খোয়াই প্রতিনিধি ২৬শে আগস্ট…২০৮ নং জাতীয় সড়কে নিম্ন মনের কাজের জন্য প্রায় সময় খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকার জনগন পথ অবরোধ করে চলেছে।তেমনি ভাবে ২০৮ নং জাতীয় সড়কের কাজ নিম্নমানের এবং ডাইভারশন রোডের কাজ করে না দেওয়ার কারণে খোয়াই খানা দিন পশ্চিম সোনাতলা গওসভার ৪ নং ওয়ার্ডের গ্রামবাসীরা ২০৮ নং জাতিয় সড়কটি অবরোধ করে বসে।তাদের দাবি ওই এলাকার ২০৮ নং জাতীয় সড়কের ম্যাপের বি চিহ্নিত স্থানে একটি জংশন রয়েছে সেই জংশনের উপরদিকের রাস্তার একটু ঢালু জায়গা রয়েছে এলাকাবাসী চলাচলের জন্য সেই জায়গাটি সারাই করে দিচ্ছিল না জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এ কে সি সি।কারণ আগের চলাচলের রাস্তাটিকে ভেঙ্গে অন্যদিকে রাস্তা তৈরি করে দেওয়ার ফলে এলাকাবাসীর যাতায়াত করতে ব্যাপক অসুবিধা হচ্ছিল।এরপর এলাকাবাসী এই বিষয়টিকে নিয়ে ৭/৫/২৩ইন তারিখে জেলাশাসকের কাছে চিঠি দিয়ে তাদের সমস্যাটি জানায়।পরবর্তীকালে গ্রামবাসীরা আবার জাতিয় সড়ক নির্মাণ সংস্থার কাছে ওই জংশনের ঢালু জায়গাটি মেরামতি করে দেওয়ার জন্য ২৮/৬/২৩ ইংতারিখে তাদের সাথে দেখা করলে জাতীয় সড়কের নির্মাণ সংস্থার কর্মকর্তারা গ্রামবাসীদের কে আশ্বস্ত করে ৪-৫ দিনের মধ্যেসেই কাজটি করে দেওয়া হবে ।কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবং জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা তাদের সেই কথা রাখেনি তাই সকালে তিন ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখে ।এই বিষয়টিকে নিয়ে এলাকাবাসী বিগত দেড় বছর ধরে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার সাথে কথা বলে আসলেও সেই সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি।শুধু তাই না ওই এলাকার একটি বক্স কালভার্টের সাইজ ওয়াল না দেওয়ার কারনে জাতীয় সড়কের উপর কালভার্ট এলাকার অর্ধেক রাস্তা ভেঙ্গে তলিয়ে যায় শেষেজাতীয় সড়ক নির্মাণকারী সংস্থাওই ভাঙ্গা রাস্তা দিকে মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় বর্তমানে বিপজ্জনক অবস্থা রয়েছে এই কারণে মাটি দিয়ে ভরাট করলেও রোড রোলার দিয়ে সেই মাটিকে চাপানো হয়নি।এলাকাবাসীর বক্তব্য ওই জায়গা দিয়ে কোন সড়ক নির্মাণ কাজের কোন পাথর বোঝাই বা মাটির গাড়িওই রাস্তার উপর দিয়ে গেলে গাড়ি গুলি সেখানে আটকে যাবার সম্ভাবনা রয়েছে প্রচুর এবং সেই জায়গাটিকে ভালো করে সারাই ও করা হয়নি।এই দিকে এই সড়কের ফাইনাল পিচ ঢালাইয়ের কাজ চলছে কাজ শেষ হলে নির্মাণ সংস্থা সেখান থেকে চলে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না তাই কাজ চলাকালী সেই ড্রাইভারসনের খারাপ রাস্তাটিকে তৈরি করে দেওয়ার জন্য বাধ্য হয়ে এলাকাবাসী পথ অবরোধে বসে। সেই খবর পেয়ে জাতিয় সড়ক নির্মাণকারী সংস্থা এ কে সি সি কোম্পানির জেনারেল ম্যানেজার অঞ্জন মিশ্রা পথ অবরোধস্থলে এসে গ্রামবাসীদের হুমকি দিতে থাকে কেন রাস্তা অবরোধ করেছে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এই কথার পরিপ্রেক্ষিতে পথ অবরোধ স্হলের অবরোধ কারীরা জি এম অঞ্জন মিশ্রার উপর ক্ষেপে যায় ।জি এম এর বক্তব্য এখন যেভাবে রাস্তাটা করে দেওয়া হয়েছে ওই ভাবেই ঠিক করে দেওয়া হবে কিন্তু গ্রামবাসীদের দাবি ঢালু অংশটি প্রথম যেভাবে ছিল সেইভাবে তৈরি করে দিতে হবে না হলে এলাকা বাসিদের এই রাস্তা ধরে চলাচল করা খুবই বিপদজনক হয়ে দাঁড়ায় ।এই রাস্তাটি খারাপ হবার ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই এলাকাতে সরকারি ঘর প্রচুর এসেছে কিন্তু ঘর তৈরি করার নির্মাণ সামগ্রী কেউ নিজেদের বাড়ি ঘরে আনতে পারছেন না শুধু রাস্তাটির কারণে এর জন্য প্রত্যেকটি লোকের ঘর নির্মাণের কাজ গত প্রায় দেড় বছর ধরে বন্ধ হয়ে রয়েছে শুধুমাত্র রাস্তাটি ঠিক না হওয়ার কারণে।শেষে জাতীয় সড়ক নির্মাণ সংস্থার আরো কয়েকজন আসে সমস্ত বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসীর সাথে কথা বলছে। এখানে এলাকাবাসীদের দাবি জাতীয় সড়কনির্মাণকারী সংস্থা এ কে সি সি (A K C C). কর্মকর্তারা এসে পথ অবরোধকারীদের সাথে কথা বলে তাদেরকে রাস্তাটি ঠিক করে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলেই পথ অবরোধ তুলে নেওয়া হবে বলে জানান পথ অবরোধকারীরা।শেষে এই ঘটনার খবর পেয়ে খোয়াই থানার থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে বিষয়টি বুঝতে পেরে জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কর্মকর্তাদের বিষয়টি বুঝিয়ে বলেন এবং সমস্ত বিষয়টিকে সুরহার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং দুপুর বারোটা নাগাদ জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসে বিষয়টি জেনে পথ অবরোধকারীদের সাথে কথা বলে এবং তাদেরকে আশ্বস্ত করে কিছুদিনের মধ্যে তাদের রাস্তাটিকে সারাই করে দেওয়া হবে যাতে এলাকার জনগণএ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে ।এই আশ্বাসের পর অবরোধকারীরা তাদের পথ অবরোধ তুলে নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য