Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদকৈলাশহরগামী এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অ্যান্ড্রয়েড মোবাইল সেট বাজেয়াপ্ত...

কৈলাশহরগামী এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অ্যান্ড্রয়েড মোবাইল সেট বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া থানার পুলিশ

গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান সংঘটিত করে তেলিয়ামুড়া থানার পুলিশ আগরতলা থেকে কৈলাশহর গামী এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অ্যান্ড্রয়েড মোবাইল সেট বাজেয়াপ্ত করে। পুলিশের দাবি হচ্ছে এই মোবাইল গুলো বাজেয়াপ্ত করার সময় সংশ্লিষ্ট গাড়ির চালক এবং সহচালক জানিয়েছেন এই মোবাইলের প্যাকেট কৈলাশহরে কোন একজন ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির একটা ফোন নম্বরও দেওয়া হয়, কিন্তু পুলিশের তরফ থেকে দাবি হচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে কোন যোগাযোগ করা যায়নি। যেহেতু মোবাইল ফোন গুলার কোন বৈধ কাগজপত্র বা রশিদ ছিল না তাই পুলিশ আইন অনুযায়ী বাজেয়াপ্ত করেছে। পুলিশের দাবী হচ্ছে বাজেয়াপ্ত করা মোবাইল সেট গুলোর বাজার মূল্য আনুমানিক তিন থেকে চার লক্ষাধিক টাকা হতে পারে। গোটা বিষয়ের সার্বিক তদন্ত চলছে বলে পুলিশের দাবি হলেও প্রাথমিক অনুমান বিপুল পরিমাণে এই মোবাইল উদ্ধারের পেছনে দু নম্বরী কিছু জড়িত থাকতে পারে। এদিকে এইভাবে যাত্রীবাহী বাস গাড়ি থেকে বিপুল পরিমাণে রসিদ বিহীন মোবাইল উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য