খোয়াই প্রতিনিধি ২৩শে আগস্ট…বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ খোয়াই সোনাতলা থেকে চেব্রি যাওয়ার উদ্দেশ্যে এক দম্পতি উনার স্ত্রীকে নিয়ে বাইকে করে যাচ্ছিল। পরবর্তী সময়ে লালটিলা ধলাবীল সড়ক দিয়ে আসা জাতীয় সড়ক নির্মাণকারি একটি পাথর বোঝাই বহিরাজ্যের একটি লরি যার নাম্বার UP-33-AT-4069 তার সাথে খোয়াই বাসুদেব বাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক বিজয় রুদ্রপাল ৩৫ ওনার স্ত্রী অনিতা দেব চৌধুরী ২৫ দুজনে বাইক থেকে ছিটকে পড়ে যায় । তার মধ্যে বাইকে থাকা বিজয় রুদ্রপাল অল্পবিস্তার আহত হলেও ওনার স্ত্রী অনিতা দেব চৌধরী গুরুতর ভাবে যখন হয়। পরবর্তী সময়ে স্থানীয় এলাকার বাসিন্দারা এগিয়ে এসে আহত দুজনকে ঘটনাস্থল থেকে চেবরি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে গুরুতর আহত আনিতা দেবের অবস্থা আশঙ্কাজনক দেখে তড়ি ঘড়ি উনাকে চেব্রি প্রাথমিক হাসপাতাল থেকে খোয়াই জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।শেষে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক অনিতা দেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে উন্নত চিকিৎসার জন্য জি.বি.পি হাসপাতালে প্রেরণ করা হয়। উক্ত ঘটনাটি ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।