Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদউত্তর-পূর্ব রেলের অন্তর্গত আগরতলা ধর্মনগর রেল ট্র্যাকের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক রেল লাইন...

উত্তর-পূর্ব রেলের অন্তর্গত আগরতলা ধর্মনগর রেল ট্র্যাকের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক রেল লাইন সম্প্রসারণের প্রাথমিক স্তরের কাজ চলছে

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
বর্তমানে উত্তর-পূর্ব রেলের অন্তর্গত আগরতলা ধর্মনগর রেল ট্র্যাকের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক রেল লাইন সম্প্রসারণের প্রাথমিক স্তরের কাজ চলছে। যথারীতি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকা এবং সন্নিহিত এলাকার যে রেল ট্র্যাক রয়েছে সেখানটাতেও কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। তবে বিগত বেশ কিছুদিন ধরে এলাকায় গুঞ্জন চলছিল সংশ্লিষ্ট কাজের গুণগত মান ভালো হচ্ছে না, ফলে সোমবার এলাকাবাসীরা সম্মিলিতভাবে কাজের স্থলে গিয়ে অভিযোগ করতে থাকেন যে যেরকম ভাবে বা যে মান বজায় রেখে কাজ হওয়ার কথা ছিল সেই মানের ধারে কাছেও কাজের বর্তমান অবস্থা থাকছে না। এই কারণে এলাকাবাসীরা সম্মিলিতভাবে কাজ স্থগিত করে দেন। এলাকাবাসীরা সন্দেহ প্রকাশ করছেন, এখানে নির্মাণ কাজের বরাত প্রাপ্ত এজেন্সি বা ঠিকাদার যারাই রয়েছেন তারা এখানে বড় একটা গোজামিল করছেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং সরকারের উন্নয়নমূলক কাজের উদ্দেশ্য যাতে কোনো ভাবেই ব্যার্থ না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সোমবার এলাকাবাসীরা সম্মিলিতভাবে কাজ বন্ধ করে দেন এবং তারা দাবি করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার ঘটনাস্থলে এসে নিশ্চয়তা প্রদান করবেন যে যেভাবে কাজ চলছে তা নিয়মের মধ্যেই রয়েছে, ততক্ষণ পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় মৃদু উত্তেজনা তৈরি হলেও আপাতত অপেক্ষা দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধিরা কবে এসে গোটা বিষয় পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে আপাতত কাজ বন্ধ থাকছে বলে খবর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য