Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যদূরপাল্লার ট্রেন চালু হওয়া সত্ত্বেও ডাবল লাইনের কোন উদ্যোগ নেই - এমনটাই...

দূরপাল্লার ট্রেন চালু হওয়া সত্ত্বেও ডাবল লাইনের কোন উদ্যোগ নেই – এমনটাই অভিযোগ সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দের

ডাবল ইঞ্জিনের শাসনে রাজ্যে রেল পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত। রাজ্যে রেল যাত্রীর সংখ্যা দিন দিন বাড়লেও পরিকাঠামোগত কোন উন্নয়ন। যার ফলে যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। ডাবল লাইন না থাকার ফলে যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্য করতে পারছে না। দূরপাল্লার ট্রেন চালু হওয়া সত্ত্বেও ডাবল লাইনের কোন উদ্যোগ নেই। যার ফলে যাত্রীরা দিন দিন সীমাহীন দুর্ভোগে পড়ছেন। এবার এমনটাই অভিযোগ করলেন বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে ও সম্পাদক শংকর প্রসাদ দত্ত। মঙ্গলবার আগরতলায় সিআইটিইউ রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ এনে রাজ্যের রেল পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃত্ব। রাজ্যের মানুষের স্বার্থে রেল পরিষেবার উন্নয়নে বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে চলতি মাসের শেষ দিকে সিআইটিইউ-র উদ্যোগে মালিগাঁও স্থিত উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করা হবে। ডেপুটেশনে প্রতিনিধিত্ব করবেন রাজ্যের বামপন্থী বর্তমান ও প্রাক্তন বিধায়করা।সাংবাদিক সম্মেলনে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে দাবি করেন, রাজ্যবাসী স্বার্থে লামডিং থেকে সাবরুম পর্যন্ত ডাবল লাইন করতে হবে। এখন থেকেই এই কাজ শুরু না করলে রাজ্যের রেল যাত্রীরা আগামী দিন আরও দুর্ভোগে পড়বে। এছাড়া নতুন ট্রেন চলাচলের জন্যও প্রয়োজন ডাবল লাইন। তিনি আরো বলেন বামফ্রন্ট সরকারের সময়ে রেলের কাছে দাবি জানানো হয়েছিল রাজ্যের জেলা ও মহকুমা শহর গুলির সাথে রেলের সংযোগ স্থাপনের। এর জন্য সার্ভে করার কথা বলা হলেও আজও তা করা হয়নি। তাই রেল সংক্রান্ত এরকম বেশ কয়েকটি দাবিকে সামনে রেখেই এবার রাজ্যের বর্তমান ও প্রাক্তন বামপন্থী বিধায়করা দারস্ত হবে রেলওয়ে জেনারেল ম্যানেজারের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য