তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার কাছে খবর ছিল TR06A 0473 নম্বরের গাড়িতে করে আগরতলার দিক থেকে তেলিয়ামুড়াতে বিপুল পরিমাণে ড্রাগস পাচার হবে। সে সময় তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকার ও তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে। সে সময় TR06A 0473 নম্বরে গাড়িটি আসতে দেখে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। গাড়িতে ছিল গাড়ির চালক জাহেদ মিয়া নামে গণ ধর্ষন মামলা অভিযুক্ত যুবক। গাড়ি থেকে তল্লাশি চালিয়ে নগদ অর্থ, ড্রাগস সহ জাহেদ মিয়া নামের ঐ যুবককে আটক করতে সক্ষম হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ। আটককৃত জাহেদ মিয়ার বাড়ি চাকমাঘাট তুইমধু এলাকায়। সূত্র মারফত খবর , জাহেদ মিয়া গণধর্ষণ মামলায় জড়িত রয়েছে বর্তমানে জামিনে ঘোরাফেরা করছে এবং অবৈধভাবে মাদকদ্রব্য ব্যাবসা চালিয়ে যাচ্ছে। বর্তমানে চম্পকনগর সাধুপাড়া এলাকায় উপজাতি এক কন্যাকে বিয়ে করছে। আর সেই সাধুপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে নেশা সামগ্রী ব্যাবসা জোর কদমে চালিয়ে যাচ্ছে। চম্পকনগর আউটপোস্ট ও জীরানিয়া থানার কাছে এই খবর দীর্ঘদিন ধরে থাকলেও কোন এক অজ্ঞাত কারণে কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করছিল না ওই দুই থানার পুলিশ। অবশেষে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের হাতে আটক হল কুখ্যাত ড্রাগস বিক্রেতা। পুলিশ জানিয়েছে ওই ড্রাগস বিক্রেতার বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।