সংবাদে প্রকাশ, কোন এক বিষয়কে কেন্দ্র করে শান্তিনগর এলাকায় এক মহিলাকে একই এলাকার বাসিন্দা তথা মানিক পাল নামের এক ব্যাক্তি বেধড়ক ভাবে মারধর করতে থাকে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে যখন এলাকার অনান্য মহিলারা এগিয়ে আসে তখন ওই ব্যাক্তি আরও ২ মহিলার উপর হামলা চালায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং মানিক পাল নামের ওই ব্যাক্তিকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। ওই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার রামকৃষ্ণ দাস।