বিগত দিনের মতো এবারও পৌরনিগমের রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবং পৌর নিগমের সহায়তায় অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল আগরতলা এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া আসর। এতে পুরুষ বিভাগের আটটি এবং মহিলা বিভাগে চারটি দল অংশ নেবে। তবে এবারই প্রথমবারের মতো মহিলারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। টুর্নামেন্টে পৌর নিগমের অন্তর্গত কর্মচারীদের পাশাপাশি ইচ্ছুক কর্পোরেটরাও অংশ নিতে পারবে। আসন্নই টুর্নামেন্টকে সফল করে তুলতে কর্পোরেটর তপন লোধকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে প্রস্তুতি কমিটি। বৃহস্পতিবার পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।