Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদএকেই বলে রাখে হরি মারে কে।এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরও প্রাণে বেঁচে...

একেই বলে রাখে হরি মারে কে।এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরও প্রাণে বেঁচে গেলেন এক চিকিৎসক এবং উনার এক সহযোগী ঘটনার মেদিনীপুর এলাকায়

একেই বলে রাখে হরি মারে কে। এই কথাটির বাস্তবতার মিল পেল বুধবার সকাল নাগাদ পশ্চিমবাংলার উত্তর মেদিনীপুরের এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকাল দশটা নাগাদ উত্তর মেদিনীপুরের জাতীয় সড়কে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরও একেবারে আশ্চর্যজনক ভাবে অক্ষত অবস্থায় বেঁচে গেলেন এক চিকিৎসক সহ উনার এক সহকর্মী। একটি এসি বাস, একটি সুইফট ডিজায়ার এবং একটি লরির মধ্যে হয় সংঘর্ষের ফলে। এই দুর্ঘটনায় এসি যাত্রীবাহী গাড়ির পিছন দিকে ছুটে এসে বেপরোয়া গতির একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপকভাবে ধাক্কা মারে। এসি বাস এবং লরির মাঝখানে ছিল এক চিকিৎসকের সুইফট ডিজায়ার গাড়িটি। দুই গাড়ির মধ্যে চাপে পড়ে সুইফট ডিজায়ার গাড়িটি সামনে এবং পিছন দিক দিয়ে একেবারে দুমরে মুচরে গেলেও অত্যন্ত আশ্চর্যজনকভাবে গাড়ির চালক তথা চিকিৎসক এবং তার সহকর্মীটি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে উত্তর মেদিনীপুরের পুলিশ। ঘটনার পরেই লরি চালক পালিয়ে যেতে চাইলে স্থানীয় মানুষ জন লরির চালককে ধরে ফেলে এবং কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে এই ঘটনায় প্রত্যক্ষ দশিরা জানান এই ধরনের দুর্ঘটনার পর আজ পর্যন্ত কোন মানুষ বেঁচে ফিরতে পারেনি কিন্তু সেই চিকিৎসক এবং উনার সহকর্মী দৈব গুনে বেঁচে ফিরেছেন বলে মন্তব্য করেন যা এক খুবই আশ্চর্যের বিষয়। তাই প্রত্যক্ষদর্শীরা বলেন রাখে হরি মারে কে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য