Wednesday, November 6, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদস্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিকে সফল করার স্বার্থে খোয়াই পুর পরিসদের উদ্যোগে বর্ণাঢ্য...

স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিকে সফল করার স্বার্থে খোয়াই পুর পরিসদের উদ্যোগে বর্ণাঢ্য রেলী বের করা হয়

খোয়াই পুর পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় খোয়াই পুর পরিষদ এলাকায় স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির অঙ্গ হিসাবে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় , এই রেলির প্রথম সারিতে ছিলেন খোয়াই পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জেলা পরিষদের মাননীয় সভাধিপতি জয়দেব দেববর্মা, ও জেলা পরিষদের মাননীয় সদস্য উত্তম অধিকারী সহ অন্যান্যরা। মূলত আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছয়টায় খোয়াই শহরের বিভিন্ন অলিগুলি রাস্তা পরিক্রমা করে খোয়াই শহরের প্রাণকেন্দ্র নেতাজী সুভাষ বসুর প্রতিমূর্তির সামনে রেলি সমাপ্তি হয়। রেলী শেষে মাননীয় পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা উনার দীর্ঘ আলোচনা তে স্বচ্ছ ভারত অভিযান এই কর্মসূচিকে সফল করার স্বার্থে খোয়াই পৌর পরিষদ বদ্ধপরিকর। তাছাড়া তিনি বলেন স্বচ্ছ ভারত অভিযানের করার সুবাদে খোয়াই পৌর পরিষদ খোয়াই শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে এবং সেই পরিকল্পনা গুলি বাস্তব এ রূপান্তরিত করার ক্ষেত্রে খোয়াই পুর পরিষদ একনিষ্ঠভাবে কাজ করে গেছেন গত বছর। সেই সুবাদে খোয়াই পৌর পরিষদ কে স্বচ্ছ ভারত অভিযানে প্রথম স্থান প্রদান করা হয়। তাছাড়া তিনি আশা ব্যক্ত করেন খোয়াই পৌরবাসীর কাছে খোয়াই শহরকে জঞ্জাল মুক্ত করার ক্ষেত্রে শহরবাসী অগ্রণী ভূমিকা পালন করবেন। তাছাড়া আজকের এই অনুষ্ঠানে আলোচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা তিনিও পুর পরিষদের কর্মকান্ড জন্য খোয়াই পুর পরিষদ কে সাধুবাদ জ্ঞাপন করেন। শুক্রবার সন্ধ্যার এই কর্মসূচিতে সাধারণ অংশের জনগণসহ পৌর পরিষদের কর্মীরা ও উপস্থিত ছিলেন। তাছাড়া এই কর্মসূচি অনেকটাই সারা জাগিছে খোয়াই শহরে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য