মোটর বাইক,সহ তিন ছিনতাই বাজকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ! তারমধ্যে ক্ষিতীশ সরকার নামে এক কুখ্যাত ছিন্তাই বাজ তার নামে এর আগেও পূর্ব থানায় মামলা রয়েছে বলে জানা যায়। এছাড়া বিনয় সেন এবং অমিত দেববর্মা নামে ২ ছিনতাই বাজ কে আটক করে পূর্ব থানার পুলিশ।শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস ডি পি ও দেবপ্রসাদ রায় জানান বিগত পনেরো কুড়ি দিনের মধ্যে আগরতলার পূর্ব থানার অধীনে দুটি মোটর বাইক চুরির অভিযোগ আছে ওই সমস্ত মোটর বাইক দিয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই কাজ করে চলছে ছিনতাই বাজরা গতকাল ধলেশ্বর এলাকা দিয়ে এক মহিলার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে তার পরিপ্রেক্ষিতে পূর্ব থানার পুলিশ তদন্তের নেমে কুখ্যাত ৩ ছিনতাই বাজকে গ্রেপ্তার করে ধৃতরা হলেন ক্ষিতিশ সরকার, বিনয় সেন অমিত দেববর্মা তাদের কাছ থেকে চুরি করা একটি বাইক উদ্ধার করা হয় শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে তোলা হবে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায়