Monday, June 23, 2025
বাড়িখবররাজ্যবিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদের বসে আকো প্রতিযোগীতা

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদের বসে আকো প্রতিযোগীতা

প্রতি বছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস । প্রতিবারই কচি কাচা শিশুদের নিয়ে বসে আকো প্রতিযোগীতার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সুচনা করে থাকে ত্রিপুরা দুষন নিয়ন্ত্রন পর্ষদ । সেই ধারাবাহিকতা বজায় রেখে বুধবার রাজধানীর সুকান্ত একাডেমীতে আয়োজিত হল বসে আকো প্রতিযোগীতা । এ বছরের মূল থিম হল ‘ENDING OF PLASTIC POLLUTION’ । এদিনের এই প্রতিযোগীতায় মোট ২০০জন প্রতিযোগী অংশ নেয়। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে সংস্থার এক সদস্য এদিনের কর্মসূচী প্রসঙ্গে বলেন যে , বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সংস্থার পক্ষ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হল মাস রেলী, ফেন্সী ড্রেস কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন , মডেল কম্পিটিশন ইত্যাদি , যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে বিদ্যালয়গুলুতে এই অনুষ্ঠানটি বিদ্যালয়গুলোতে করা সম্ভব হচ্ছে না কিন্তু যখন বিদ্যালয়গুলির ছুটি শেষ হবে তখন রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে মাস ব্যাপী এই কর্মসূচী চলবে বলে জানান তিনি । এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত কচিকাচাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য