উত্তর পূর্বাঞ্চলসহ ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক নির্মাণের সাথে জড়িত জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্পোরেশন লিমিটেড তথা এনএইচআইডিসিএল এর অধীন নির্মান সংস্হাগুলির বিরুদ্ধে তদন্ত হবে ।মঙ্গলবার এই কথা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।তিনি জানান, লোকসভার অধিবেশনে তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন এবং এবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন তিনি।
উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরায় জাতীয় সড়ক নির্মাণের কাজে গড়বড় হচ্ছে। এর ফলে ঘন ঘন জাতীয় সড়ক গুলি নষ্ট হয়ে যাচ্ছে ।বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।মঙ্গলবার সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান ,বিষয়টি লোকসভার অধিবেশনে তিনি উত্থাপন করেছিলেন ।তিনি জানিয়েছিলেন ,NHIDCL উত্তর-পূর্বাঞ্চলে যে সংস্থা গুলি সড়ক নির্মাণের কাজ দেয় তাদের সর্ব নিম্ন বা লয়েস্ট বিডে দেওয়া হয়। জাতীয় সড়ক নির্মাণে নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ থেকে ২০% কম মূল্যে কাজ দেওয়া হয় ।এর ফলে ঠিকাদার সংস্হাগুলি জাতীয় সড়ক নির্মাণে দুই নম্বরী কাজ করে চলছে। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জানান ,উত্তর পূর্বাঞ্চলে এমনিতেই বেশি বৃষ্টিপাত হয়। ফলে জাতীয় সড়কগুলি সঠিকভাবে নির্মাণ করা না হলে সেগুলির নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় ।এতে পরিবহন ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয় ।বিষয়টি তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির নিকট উত্থাপন করেছেন ।তিনি আরো জানান ,এবার দিল্লি ফিরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর নিকট সংশ্লিষ্ট বিষয়ে লিখিতভাবে নামধাম সহ কারে অভিযোগ জানাবেন। তিনি জানান ,এই ধরনের কাজ চলতে পারেনা।
প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে জাতীয় সড়ক নির্মাণ এবং উন্নয়ন প্রকল্পের সাথে জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্পোরেশন লিমিটেড তথা এনএইচ আইডিসিএল জড়িত। এই সংস্থাটি বিভিন্ন ঠিকেদারি সংস্থাকে দিয়ে জাতীয় সড়ক নির্মাণের কাজ করায়।