Monday, June 23, 2025
বাড়িখবররাজ্যমহারাজগঞ্জ বাজারে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৬টি দোকান, সহায়তার আশ্বাস ডেপুটি মেয়রের

মহারাজগঞ্জ বাজারে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৬টি দোকান, সহায়তার আশ্বাস ডেপুটি মেয়রের

বৃহস্পতিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান। ঘটনা রাজধানীর মহারাজগঞ্জ বাজারে । জানা গিয়েছে গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ বাজারের সব্জি বাজারের ৬টি দোকানে ধোঁয়া দেখতে পান এলাকাবাসী , এরপর তৎক্ষণাৎ দোকানের মালিকদের খবর দেওয়া হয় এবং এই খবর ছড়িয়ে পড়তেই পুলিশের কানে পৌছাতেই ছুটে যায় পুলিশও । খবর দেওয়া হয় দমকল বাহীনিকে , কিন্তু শেষ রক্ষা করা যায়নি , কেননা দমকলের তিনটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে আর ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় বাজারের ৬টি দোকান । আর এদিনের এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কাছ থেকে জানা গিয়েছে । এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সহ পুর নিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত। সরকারের তরফ থেকে দূর্যোগ মোকাবিলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন ডেপুটি মেয়র।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য