Sunday, June 22, 2025
বাড়িখবররাজ্যটিসিএ'র অধীনস্থ ক্লাবগুলিও রক্তদানে এগিয়ে আসুক ,আহ্বান মুখ্যমন্ত্রীর

টিসিএ’র অধীনস্থ ক্লাবগুলিও রক্তদানে এগিয়ে আসুক ,আহ্বান মুখ্যমন্ত্রীর

রক্তে যোগান এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে টিসিএ’র অধীনস্থ ক্লাবগুলিও রক্তদান নিয়ে এগিয়ে আসুক। শুক্রবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ।এই অনুষ্ঠানে টিসিএর ড্রিঙ্কস কার এর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী।

দেশের অন্যান্য বড় স্টেডিয়ামের মত এমবিবি ক্রিকেট স্টেডিয়ামেও মাঠে খেলোয়ারদের সামনে জল নিয়ে উপস্থিত হবে ড্রিংস কার ।এর শুভ সূচনা হলো শুক্রবার ।এই উপলক্ষে শুক্রবার এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ।রক্তদান শিবিরে রক্ত দাতাদের উৎসাহ প্রদান করেন অতিথিরা ।তাদের কোন সমস্যা আছে কিনা তার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন ।মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোন বিকল্প নেই। মানুষের রক্ত থেকেই এর যোগান সম্ভব ।রাজ্যে প্রতিবছর গড়ে ৪০ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। রক্তের যোগান না থাকলে চিকিৎসকদের সমস্যার মধ্যে পড়তে হয় ।তাই রাজ্যের দুটি বেসরকারি সহ মোট 14 টি ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত থাকতে হবে ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে যে সমস্ত ক্লাব রয়েছে সেই ক্লাবগুলিও রক্তদান এগিয়ে আসুক ।তবেই রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, খেলাধুলার প্রতি আগ্রহী ছাত্রছাত্রীদের দিকে কর্তৃপক্ষের নজর রাখতে হবে। খেলাধুলায় ছাত্রছাত্রীদের কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে যত্নবান হতে হবে ।তিনি বলেন ,রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্টের কোন অভাব নেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য